সোমালিয়া ওয়েব নিউজ এবার দামোদর নদের জলে জলমগ্ন হল জাঙ্গীপাড়া ব্লকে ৩টি গ্ৰাম পঞ্চায়েতের নলের বাঁধ এলাকা। সেই সঙ্গে তারকেশ্বর ব্লকের চাঁপাডাঙ্গা পঞ্চায়েতের বিনগ্ৰামে এলাকার নদের চড়ের বেশ কিছুটা অংশ জলমগ্ন হয়েছে ।দুটি বল্কের চাষের জমি সহ, একাধিক বাড়িতে ঢুকেছে দামোদরের জল। জল ঢুকেছে স্থানীয় একটি মন্দিরেও। প্রশাসনের তরফে বেশ কিছু মানুষকে ত্রান শিবিরে এনে রাখা হয়েছে।। দমোদরের জল ক্রমশ বাড়তে থাকায় চিন্তিত বাঁধ এলাকায় বসবাস করা মানুষেরা। জাঙ্গীপাড়া বল্কের রসিদপুর, রাজবলহাট-১,রাজবলহাট-২ এই তিনটি গ্ৰাম পঞ্চায়েতের ছিটঘোলা,হরিহরপুর,বকপোতা, আকনা,শ্যামপুর ও তারকেশ্বর ব্লকের বিনগ্ৰামের দামোদরের চড় এলাকা সম্পূর্ন জলমগ্ন হয়েছে। নদের চড়ে কয়েক শো বিঘা চাষের জমি জলমগ্ন। পাট,বাদাম, সহ সব্জীর ক্ষেত জলের তলায় । জাঙ্গীপাড়ায় দামোদরের বাঁধ এলকার বেশ কিছু বাড়িতে জল ঢুকে পড়েছে। জলমগ্ন এলাকার বেশ কিছু মানুষ ছাদে তাবু খাটিয়ে থাকলেও কাঁচাবাড়ির পরিবারের সদস্যদের প্রশাষনের তরফে ত্রান শিবিরে এনে রাখা হয়েছে। জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র জানান ব্লকে ৩ টি গ্ৰাম পঞ্চায়েতের নদের বাঁধ এলাকা জলমগ্ন হয়েছে। এই এলাকার ফসল পুরোটাই ক্ষতিগ্ৰস্থ হয়েছে। আকনা, শ্যামপুর, ছিটঘোলা ৩টি গ্ৰাম জলমগ্ন হয়েছে। তিনটি পঞ্চায়েতের ১৭টি মৌজার ১৫০০ মানুষ জলমগ্ন। প্রশাষনের তরফে ২ টি ত্রান শিবিরে খোলা হয়েছে।
More Stories
বিহার নির্বাচনে কংগ্রেসের তিন পর্যবেক্ষক ঘোষিত
মহালয়ার ভোরে রেডিও শোনার ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা
BRICS দেশগুলোর সঙ্গে ১০০% রুপিতে বাণিজ্যের প্রসঙ্গ