October 5, 2025

তারকেশ্বর ইসকন মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা

সোমালিয়া ওয়েব নিউজ: তারাকেশ্বরে ইসকন মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হল কল্যাণী আবাসনে। গত তিন বছর ধরে জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং রথযাত্রার অনুষ্ঠিত হচ্ছে তারকেশ্বরের ইসকন মন্দিরে। গতবারে করোনা সংক্রমণের কারণে বন্ধ ছিল স্নানযাত্রা এবং রথযাত্রা। এবছর করোনা বিধি মেনে স্রান যাত্রা অনুষ্ঠিত হচ্ছে তারকেশ্বর ইসকন মন্দিরে। অন্যান্য বছর রথের দিন পুরশুড়া সামন্ত রোড থেকে তারকেশ্বর ইসকন মন্দিরের দীর্ঘ সাত কিলোমিটার রথের দড়িতে টান দিয়ে রথ যাত্রা অনুষ্ঠিত হত।গত বছরও নিয়ম মাফিক রথের দড়িতে টান দিয়ে নিয়ম রক্ষা করে রথ যাত্রা পালিত হয়। এবারও নিয়ম মাফিক অনুষ্ঠিত হবে রথ যাত্রা।

Loading