October 5, 2025

মাহেশে করোনা আবহেই নমো নমো করে হলো স্নানযাত্রা উৎসব

সোমালিয়া ওয়েব নিউজ: এবারের মাহেশের রথযাত্রা ৬২৫ বছরে পরলো, তার ১৫ দিন আগে বৃহস্পতিবার হলো মহাপ্রভুর স্নানযাত্রা পর্ব। মহামারীর করাল গ্রাসে থমকে গিয়েছে সব কিছু, তারই ছায়া পরলো মাহেশে জগ্গনাথ মন্দিরে। এই পার্বনটিকে পালন করার জন্য গুটিকয়েক ব্রাহ্মণ এবং সেবাইত দের নিয়ে অনুষ্ঠিত হলো প্রভুর স্নানযাত্রা।বিগত বছর গুলোতে বিখ্যাত মাহেশের জগন্নাথ দেবের স্নানযাত্রা হতো মন্দির সংলগ্ন স্নান পিঁড়ির ময়দানে। আর এই স্নানযাত্রা যাত্রা দেখার জন্য বহু দুর দুরান্ত থেকে ভক্তরা এসে এই স্নানপিঁড়ির ময়দানে জরো হতো।কিন্তু সে সব দিন আজ অতীত। মূল মন্দিরের ভেতরেই অস্থায়ী বেদীতে স্নান মন্দির তৈরি করে সেখানেই পালন করা হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব ।এর ঠিক ১৫ দিন পর হবে জগন্নাথ দেবের রথযাত্রা।ইতিমধ্যেই মন্দির কমিটির ঘোষনা মত করোনার আবহে গত বছরের মতো এবছরও স্থগিত হয়ে গেছে মাহেশের ৬২৫ বছরের ঐতিহাসিক বিখ্যাত রথযাত্রা। এবারেও জগন্নাথ, বলরাম,সুভদ্রা রথে চেপে নয়, মূল মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে মাসির বাড়িতে নারায়ন শিলা কে নিয়ে যাওয়া হবে রথের দিন।

Loading