সোমালিয়া সংবাদ, গোঘাট: গত কয়েক দিনের বৃষ্টিতে গোঘাটের নকুণ্ডা, সাওড়া ইত্যাদি অঞ্চলের বিভিন্ন গ্রাম জলমগ্ন হয়েছে। বাঁকুড়ার দিক থেকে আসা বৃষ্টির জলে আমোদর নদের কুল ছাপিয়ে মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম ডুবে গেছে। আর তার জেরেই ভেসে গেছে মাছ চাষের বহু পুকুর। পুকুর থেকে বেরিয়ে গেছে রুই-কাতলা সহ বিভিন্ন ধরনের চাষ করা মাছ। এই ঘটনায় চরম সমস্যায় পড়েছেন মাছচাষিরা। তাঁরা বড়সড় ক্ষতির মুখে পড়তে চলেছেন বলে জানিয়েছেন গোঘাটের কুলিয়া গ্রামের মানিক হাজরা, প্রবীর অধিকারী, সমীর অধিকারী প্রমূখ চাষিরা। গোঘাটের বাসিন্দা মানিক হাজরা জানান, প্রতি বছরের মতো এ বছরও তিনি ৬০ হাজার টাকা দিয়ে লিজ নিয়ে ১ একর ৭৪ শতক পরিমাণের একটি পুকুরে মাছ চাষ করেছিলেন। কিন্তু এবারে বন্যার জলে পুকুর থেকে সমস্ত মাছ বেরিয়ে চলে গেছে। ফলে কিভাবে পুকুরের অংশীদারদের ওই টাকা মেটাবেন তিনি তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তিনি জানান, এই মাছ চাষ করেই তাঁদের সংসার চলে। এখন পুকুর ভেসে যাওয়ায় তাঁরা চরম লোকসানের মুখে পড়েছেন। একই কথা জানালেন ওই গ্রামের আরেক মাছ চাষি সমীর অধিকারী। তিনি ৫০ হাজার টাকার বিনিময়ে লিজ নিয়ে পুকুর চাষ করেছিলেন। তাঁরা সকলেই গোঘাট-১ নম্বর পঞ্চায়েত সমিতির কাছে লিখিতভাবে ক্ষতিপূরণের জন্য আবেদন জানিয়েছেন। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল বলেন, ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তব রূপ না পাওয়া পর্যন্ত এই সমস্যা মিটবে না। কেন্দ্রীয় সরকার বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চাইছে না। তবুও আমাদের রাজ্য সরকার গ্রামের মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদর অবস্থা চিন্তা করে নিশ্চয়ই আমাদের সরকার সাহায্যের ব্যবস্থা করবে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক