October 5, 2025

লাগাতার কয়েক দিনের বৃষ্টিতে জলমগ্ন তারকেশ্বর পৌরসভা বিস্তীর্ণ অঞ্চল

লাগাতার কয়েক দিনের বৃষ্টিতে জলমগ্ন তারকেশ্বর পৌরসভা বিস্তীর্ণ অঞ্চল বিশেষ করে তারকেশ্বর পৌরসভার ৬, ৭, ১২, ১৪, ১৫ নং ওয়ার্ডের কিছু অংশ জলের তলায়, আজ তারকেশ্বর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লী এলাকায় বাসিন্দাদের সাথে কথা বলতে গিয়ে তারা জানালেন যে এরকম পরিস্থিতিতে পৌরসভার কোনো প্রতিনিধি তাদের সঙ্গে দেখা করেননি,ঘরে জল ঢুকে যাওয়ায় বর্তমানে তাদের রান্নাবান্না বন্ধ, কি খাবো বললেন তারা, পৌরসভার পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা করে এই আবেদন করেন বাসিন্দারা, যদিও পৌর প্রশাসক স্বপন সামন্ত,পরিষদীয় সদস্য উত্তম কুন্ডু জানালেন সকাল থেকেই তারা তারকেশ্বরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের দুঃখ-দুর্দশা দেখছেন এবং যে সকল মানুষের রান্না কার্যত বন্ধ আছে তাদেরকে শুকনো খাবারের ব্যবস্থা করবেন এবং পাশাপাশি এও জানালেন তারকেশ্বরে ৬০ কোটি টাকার অত‍্যাধুনিক ড্রেনেজ প্রকল্পের কাজ চলছে ,প্রকল্পের প্রতিনিধিরা এই সকল এলাকায় জলের পরিমাপ এবং ভোগলিক অবস্থান বিষয়ে কাজ করছে, আগামী দিনে এই প্রকল্পের কাজ শেষ হলে এই জল যন্ত্রণা থেকে তারকেশ্বর এর মানুষ মুক্তি পাবে, তার সাথে তারা এও জানালেন যে তারকেশ্বরের জমা জলে এই পরিস্থিতি সৃষ্টি হয় না, তারকেশ্বরের উত্তরে চৌতড়া, গোপিনগর, দশঘড়া, ধনিয়াখালির বিস্তীর্ণ অঞ্চলের জল তারকেশ্বর শহরের উপর দিয়ে রনের খালে পড়ে, হঠাৎ করে এই প্রাকৃতিক বিপর্যয় এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে তারা জানান।

Loading