October 5, 2025

দুয়ারে সরকার: প্রথম দিনেই লক্ষী ভান্ডার সহ অন্যান্য প্রকল্পের আবেদন পড়লো তিন হাজার

সোমালিয়া ওয়েব নিউজ দুয়ারে সরকারের প্রথম দিনেই লক্ষী ভান্ডার সহ অন্যান্য প্রকল্পের আবেদন পড়লো তিন হাজার ,অসুস্থ এক,সোমবার দুয়ারে সরকারের প্রকল্পের কাজ শুরু হলো তারকেশ্বর ব্লকের সন্তোষপুর অঞ্চলের রাধারানী স্কুলে, এই প্রকল্পের সহায়তা কেন্দ্রে এদিন সবথেকে বেশি ভিড় ছিল লক্ষী ভান্ডার প্রকল্পের লাইনে, সন্তোষপুর অঞ্চলের চাঁদুর,তেঘরী, সন্তোষপুর গ্রামের আনুমানিক তিন হাজার মানুষ লাইনে দাঁড়ান,অঞ্চলের পক্ষ থেকে স্কুলের সামনে অস্থায়ী প্যান্ডেলসহ ইলেকট্রিক পাখার ব্যবস্থা করা হয়েছিল। তবুও এ দিন প্রচণ্ড দাবদাহের এর মধ্যে লাইনে দাঁড়িয়ে একজন মহিলা অসুস্থ হয়ে পড়েন, অঞ্চলের কর্মীরা তাড়াতাড়ি টোটো ডেকে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন ,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ সিংহরায় ক‍্যাম্পে দাঁড়িয়ে মাইকে বারবার করে সকলকে সুশৃংখলভাবে লাইনে দাড়ানোর অনুরোধ করেন এবং যাদের আবেদন পত্রের জমা দেওয়ার কাজ শেষ হয়ে গেছে তাদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন, সন্তোষপুর অঞ্চলের প্রধান স্বরূপ ঘোষ জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ এর বিধানসভা ভোটে জয়লাভ করে মহিলাদের জন্য লক্ষী ভান্ডার প্রকল্পের ডাক দিয়েছিলেন ,আজ তার কাজ শুরু হলো, তারকেশ্বর ব্লকের সন্তোষপুর অঞ্চলে এদিন মূলত গ্রামের মহিলারা এই প্রকল্পের নাম লেখানো জন্য বিশাল উৎসাহে কাতারে কাতারে আমাদের দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে এসেছেন এবং আগামী ১ সেপ্টেম্বর তারিখে ৮ ই সেপ্টেম্বর আবার এই প্রকল্পের কাজ হবে বলে তিনি জানান।

Loading