সোমালিয়া সংবাদ, খানাকুল: ছ’বছর আগে কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়েছিল খানাকুলের চিংড়া গ্রাম পঞ্চায়েতের মোস্তফাপুর গ্রামের যুবক সাহেব দোলুই। তারপর আর বাড়ি ফেরেনি। পরিবারের লোক বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোন সন্ধান পাননি। বৃহস্পতিবার সন্ধেয় তাকে বাড়িতে ফিরিয়ে দিল মুম্বাইয়ের স্বেচ্ছাসেবী সংস্থা শ্রদ্ধা রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন। ওই সংগঠনের প্রতিনিধিরা সাহেবকে ট্রেনে করে বর্ধমানের নিয়ে আসেন। তারপর সেখান থেকে বাসে করে আরামবাগে পৌঁছান। ওই সংগঠনের পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি সমর বসাক জানান, মাসখানেক আগে দিল্লির একটি আশ্রমে সাহেবের খোঁজ পাই। তার স্মৃতিশক্তি কাজ করছিল না। এরপর তাকে আমরা উদ্ধার করে চিকিৎসার জন্য মুম্বাই নিয়ে যাই। সেখানে চিকিৎসা এবং কাউন্সেলিং করার পর তার স্মৃতি ফিরে আসে। সে তখন তার বাড়ির ঠিকানা জানাতে সক্ষম হয়। এরপর আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন আরামবাগের দুই সমাজসেবী চিকুর রায় ও উজ্জ্বল বেতাল। তাঁদের মাধ্যমে এদিন সাহেবকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। সমাজসেবী উজ্জ্বল বেতাল জানান, বয়সজনিত কারণে বছরখানেক আগে সাহেবের বাবা চিরঞ্জিত দোলুই মারা গেছেন। বাড়িতে অসুস্থ মা ছাড়া আর কেউ নেই। তবুও ছেলেকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়েছেন মা। সমারবাবু আরও জানান, এই সংস্থার কাজই হল রাস্তার ধারে ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন অসুস্থ মানুষকে খুঁজে বের করে তাদের উপযুক্ত চিকিৎসা ও কাউন্সেলিং করিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর