October 5, 2025

হাসপাতালে ভয়ংকর আগুন, মৃত্যু ১০শিশুর

সোমালিয়া সংবাদ, ভান্ডারা: ভয়ঙ্কর আগুনে ধোঁয়ায় দম বন্ধ হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল ১০ সদ্যোজাত শিশুর। তাদের সকলেরই বয়স এক থেকে তিন মাসের মধ্যে। শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভান্ডারা ডিস্ট্রিক্ট জেনারেল হাসপাতালে। অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই বিভাগে ভর্তি থাকা আরও ৭ শিশু। জানা গেছে, এদিন রাত দুটোর সময় ঘটনাটি ঘটেছে ওই হাসপাতালের এস এন সি ইউ বিভাগে। সেখানে কর্মরত এক নার্স প্রথমে ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মী এবং হাসপাতালের কর্মীরা একযোগে আগুন নেভানোর কাজ শুরু করেন। ৭ শিশুকে কোনরকমে বের করে আনা সম্ভব হয়। কিন্তু তার আগে ১০ শিশুর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগে থাকতে পারে। ঘটনার পরই হাসপাতালে ছুটে গেছেন স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সহ অনেকেই শোক জ্ঞাপন করেছেন।

Loading