October 5, 2025

চিনা প্রতিনিধির মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা

সোমালিয়া সংবাদ, হুগলি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রশংসা করলেন প্রতিবেশী রাষ্ট্র চিন দেশের এক প্রতিনিধির।মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিশালী নেতৃত্বে রাজ্যের অর্থনীতির উন্নতি হচ্ছে, মত কলকাতায় নিযুক্ত চিনের কনস্যুল জেনারেল ঝাঁ লিউয়ের।হুগলীর রায়বাজারে সুপ্রিম কোর্টের আইনজীবি জয়দীপ মুখার্জীর বাড়ির অন্নপূর্ণা পুজো দেখতে এসে এমনই মত প্রকাশ করলেন তিনি। এদিন ঝাঁ লিউ সহ কলকাতার চাইনিস দূতাবাস থেকে মোট নয় জনের প্রতিনিধি দল আসেন জয়দীপবাবুর বাড়িতে। এদিন নবমী পুজো উপভোগ করেন প্রতিবেশী রাষ্ট্রের প্রতিনিধিরা। সকল প্রতিনিধিকে চন্দনের ফোঁটা দিয়ে বরন করে নেন পুরোহিত। পাশাপাশি সকলকে বাংলার শাল ও উত্তরীয় পরিয়ে সমংবর্ধনা জ্ঞাপন করেন আইনজীবি জয়দীপ মুখার্জী। এই পুজানুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন ঝাঁ লিউ। অন্যদিকে জয়দেব মুখার্জীকে ভাই বলে পরিচয় দেন চিনা কনস্যুল জেনারেল। একই সাথে তিনি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীরও সুনাম করেন। তিনি বলেন মুখ্যমন্ত্রীর শক্তিশালী নেতৃত্বে রাজ্যের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। আগামী ২৮শে এপ্রিল এই রাজ্যের বিজনেস সামিটে তাঁদের দেশ থেকে ৭টি বড় লগ্নীকারি কোম্পানীর ২০জনের বেশী প্রতিনিধি উপস্থিত থাকবে। আমরা নিশ্চিত এরফলে চিনের সাথে পশ্চিমবঙ্গের বানিজ্যিক সম্পর্ক আরও সুগম হবে।তবে এদিন চিনা প্রতিনিধির মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাকে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। তাদের দাবী রাজ্যের উন্নয়ন কতটা হচ্ছে তা জনগন দেখছে।তৃনমুলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ।

Loading