সোমালিয়া সংবাদ, হাওড়া: ম্যানগ্রোভ দেখতে এবার সুন্দরবনের বদলে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনেই ভির দেখা যাচ্ছে পর্যটকদের।গঙ্গার ধারে সারি সারি ম্যানগ্রোভ গাছ দেখা যাচ্ছে। নোনা জলের এই ম্যানগ্রোভকে গঙ্গার মিঠে জলে ভেসে বেড়াতে দেখে সে দিন চোখ কপালে উঠেছিল বোটানিক্যাল গার্ডেনের উদ্ভিদ বিশেষজ্ঞদের। পরে তাঁরা বুঝতে পারেন এ সমস্তই গ্লোবাল ওয়ার্মিং এর ফল। গঙ্গার ধারেই ভেসে বেড়াচ্ছে শ্বাসমূল। হারগোজা, বাইন, ওঁরাও, কৃপান, সমুদ্র পানলতার। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের পাশ ধরে গঙ্গার তীর বরাবর। ঠিক যেন একটুকরো সুন্দরবন। বিশেষজ্ঞ মহলের একাংশের দাবী,
গ্লোবাল ওয়ার্মিং জন্য সমুদ্রের জলস্তর বাড়ছে। নোনা জল ঢুকে পড়ছে গঙ্গাতেও। তারফলেই গঙ্গার ফ্রেশ ওয়াটারেও ম্যানগ্রোভ প্রজাতির গাছ জন্মানোর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।
সুন্দরবন ছেড়ে ম্যানগ্রোভ বাসা বাঁধছে হাওড়ায়। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য একটু একটু করে সরে আসছে দীর্ঘ ১৫০কিলোমিটার দূরে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক