October 5, 2025

মানবিক ও প্রশংসনীয় উদ্যোগঃ ডিউটি সামলে শিক্ষকতা ট্রাফিক পুলিশের

সোমালিয়া ওয়েব নিউজ: পুলিশের মানবিক কাজের বহু খবর সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছে। এবার অন্যরূপে দেখা গেল এক ট্রাফিক পুলিশকে। রীতিমতো ডিউটি সামলে গাছের নিচে বসা খুদে ছাত্রকে পড়াচ্ছেন। এই দৃশ্য দেখা গেছে কলকাতার রাজপথে। এই ঘটনার ছবি ও তথ্য আমরা কলকাতা পুলিশের ফেসবুক পেজে দেখতে পাই। ঘটনার কথা জানার পরেই পাঠকদের কাছে আমরা তুলে ধরা জন্যই এই প্রতিবেদন। জানা গিয়েছে, সাউথ-ইস্ট ট্রাফিক গার্ডের সার্জেন্ট প্রকাশ ঘোষ বালিগঞ্জ আইটিআইয়ের কাছে ডিউটি করার সময় প্রতিদিনই বছর আটের একটি বাচ্চাকে আশেপাশে খেলাধুলা করতে দেখেন। তৃতীয় শ্রেণীর ছাত্র সে, তার মা পাশেই রাস্তার ধারের একটি খাবারের দোকানে কাজ করেন। ফুটপাতেই জীবন মা ও ছেলের। একটু ভাল ভবিষ্যতের আশায় বেশ কষ্ট করেই ছেলেকে পড়াশোনা করাচ্ছেন একটি সরকারি স্কুলে। একদিন কথায় কথায় প্রকাশের কাছে নিজের উদ্বেগের কথা ব্যক্ত করে ফেলেন দরিদ্র ওই মহিলা। প্রকাশবাবু তাঁর ছেলেকে পড়াশোনায় সাহায্য করার পাশাপাশি প্রতিদিন নিয়ম করে গাছের তলায় বসিয়ে পড়াতে লাগলেন। একদিকে পরিবহন সচল রাখার ডিউটি অন্যদিকে ছাত্র পড়ানোর ডিউটি। দুটোই সমান দায়িত্ব নিয়ে সামলাচ্ছেন প্রকাশবাবু। সবমিলিয়ে তাঁর এই মানবিক কাজকে সাধুবাদ জানায় কলকাতাবাসী।

Loading