October 5, 2025

বক্স অফিসেই ৭৫০ কোটি, দক্ষিণী ছবিতেও রবিনার অভিনয়ে খুশি ফ্যানেরা

সোমালিয়া সংবাদ, মুম্বাই: নব্বইয়ের দশকের জনপ্রিয়া অভিনেত্রী হলেন রবিনা ট্যান্ডন তথা থাডানি। সারা দেশজুড়ে বলিউড অভিনেত্রী হিসাবে রবিনার নাম ছড়িয়ে পড়ে। এই সুন্দরী অভিনেত্রীকে দক্ষিণী ছবিতে দেখা যাওয়ায় খুশি ফ্যানেরা। রবিনা মানেই ‘মোহরা’ নামে হিন্দি ছবির কথা মনে পড়ে অনুরাগীদের। এই ছবির মতো অসংখ্য হিট ছবিতে অভিনয় করেছেন রবিনা। সম্প্রতি কেজিএফ চ্যাপ্টার ২-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে রবিনাকে। বক্স অফিসে ইতিমধ্যেই ৭৫০ কোটির ব্যবসা করেছে এই ছবি। প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রীও। দক্ষিণী ছবিকে সারা ভারতে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করেছেন রবিনার স্বামী অনিল থাডানি। ১৯৯১ সালে বলিউডে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন রবিষ্টষনা। ছবির নাম ‘পাত্থর কে ফুল’। হাতেখড়িতেই বাজিমাত। তার পর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক হিট ছবি দিয়ে নিজের নাম সামিল করেছিলেন বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায়। কাজ করেছেন শাহরুখ খান, সলমন খান এবং অক্ষয় কুমারের মতো অভিনেতাদের বিপরীতে। ‘দমন: আ ভিক্টিম অব ম্যারিটাল ভায়োলেন্স’-এ অভিনয় করে জাতীয় পুরস্কার পান তিনি। কেজিএফ’-এ প্রধানমন্ত্রী রমিকা সেনের ভূমিকায় নজর কেড়েছেন রবিনা। এর পর তাঁকে দেখা যাবে ‘গুড়ছড়ি’ নামে একটি আদ্যোপান্ত প্রেমের ছবিতে। তাঁর সঙ্গে অভিনয় করবেন সঞ্জয় দত্ত, অরুণা ইরানির মতো তারকারা। সবমিলিয়ে রবিনাকে আবারও অভিনয়ের জগতে দেখা যাওয়ায় খুশি নেটিজন থেকে শুরু করে রবিনা ভক্তরা।

Loading