October 5, 2025

ভয়ংকর ভুমিধস, ফ্রিজের মধ্যে কয়েক ঘন্টা আবদ্ধ থেকেও প্রাণে বাঁচলো কিশোর

সোমালিয়া ওয়েব নিউজঃ আশ্চর্যজনক ঘটনা। কয়েক ঘন্টা ফ্রিজের মধ্যে বন্দি অবস্থায় থেকেও প্রানে বাঁচলেন। প্রবল প্রাকৃতিক দুর্যোগেও হার মানেনি সে।ভুমিধসে প্লাবিত তার বাড়িসহ গোটা এলাকা।প্রান বাঁচাতে কিশোরটি ফ্রিজের মধ্যে আশ্রয় নেয়। বিধাতার আশীর্বাদে কয়েক ঘন্টা ফ্রিজে কাটানোর পর উদ্ধারকারী দলের নজরে পড়ে।ফ্রিজ উদ্ধারের পর তার ভিতর থেকে বেড়িয়ে আসে ১১ বছরের একটি কিশোর।ঘটনাটি ঘটেছে ফিলিপাইনে। জানা গিয়েছে, সিজে জেসমে নামে সেই ছেলে তার পরিবারের সঙ্গে বাড়িতেই ছিল।ভয়ংঙ্কর ভূমিধসে ফিলিপাইনের বেবে সিটিতে তার বাড়ি প্লাবিত হয়।ভূমিধসের কারণে তার বাড়ি ধসের মুখে পড়ে। প্রান বাঁচাতে ১১ বছরের ছেলেটি ফ্রিজের ভিতরে বসেছিল। প্রায় ২০ ঘন্টা ফ্রিজের ভিতরে ছিল সে। ঝড় থামলে উদ্ধারকারী দল একটি নদীর তীরে সেই রেফ্রিজারেটর থেকে তাকে খুঁজে পায়।উদ্ধারকারী দল জেসমেকে ওই ফ্রিজ থেকে বের করে। জেসমের পা ভেঙে যায়। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ভাঙা পায়ে অস্ত্রোপচার করা হয়। শেষ খবর পাওয়া পযন্ত তার অবস্থা নাকি স্থিতিশীল। তবে জেসমের পরিবারের নাকি কেউ বাঁচেনি। তার মা এবং ছোট ভাই এখনও নিখোঁজ। তার বাবা অন্য একটি ভূমিধসে নিহত হয়েছেন। সবমিলিয়ে বিধাতার আশীর্বাদ ফ্রিজের মধ্যে আবদ্ধ থেকেও বেঁচে যায় জেমস।

Loading