October 5, 2025

আশ্চর্য হলেও সত্যি, বুলেটবিদ্ধ হয়েও প্রাণে বাঁচলেন এক ইক্রেনীয় সেনা? কিন্তু কিভাবে?

সোমালিয়া ওয়েব নিউজ , ইউক্রেন: রাখে হরি তো মারে কে।এই বাক্যই যেন সত্য হলো ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ চলাকালিন একটা ঘটনা। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রবল বেগে যুদ্ধ চলছে।চলছে গুলির লড়াই। চারিদিকে শুধু গুলির লড়াই। গুলি ছুঁটে আসছে। মৃত্যু নিশ্চিত। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আশ্চর্যজনক ভাবে প্রাণে বাঁচলেন এক ইউক্রেনীয় সেনা।কিন্তু কিভাবে। বিধাতার আশীর্বাদে বেঁচে গেলেন। সেই ঘটনার ভিডিও তিনি আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়।নিজ মুখেই সেই কথা বলেছেন।জানা গিয়েছে,
দু’পক্ষের গুলি বিনিময়ের সময় একটি ৭.৬২ মিমি আকারের বুলেট তাঁর গায়ে এসে লাগে। কিন্তু শরীরের কোথাও গুলির চিহ্ন নেই। কি করে সম্ভব। তাহলে কি ঈশ্বর বাঁচালেন। হতবাক হয়ে যেন সেনা নিজেই।সারা শরীর ভালো করে চেক করেন তিনি। শেষে তিনি দেখেন তার স্মার্টফোনে গুলিটি আটকে রয়েছে।মোবাইল ফোনই কি তার প্রাণ বাঁচালো। এই স্মার্ট যদি না থাকতো তাহলে তাঁর মৃত্যু ছিলো নিশ্চিত। মৃত্যুর মুখ থেকে ফিরে আসে সে।মহান শক্তিমান ঈশ্বর তাঁকে বাঁচিয়েছেন বলে মনে করছেন বিশ্ববাসী।

Loading