October 6, 2025

দ্বিতীয় হুগলি সেতুর উপর চাপ কমাতে গঙ্গার নিচে দিয়ে সুড়ঙ্গ তৈরির পরিকল্পনা

সোমালিয়া সংবাদ, কলকাতা: কলকাতার গঙ্গার তলা দিয়ে সুড়ঙ্গ কেটে পণ‍্যবাহী ট্রাক চলাচল করার পরিকল্পনা নিল বন্দর কর্তৃপক্ষ। এমনটাই জানা যাচ্ছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ সূত্রে।জানা গিয়েছে, ভারী গাড়ির চাপ বাড়ছে দ্বিতীয় হুগলি সেতুতে। সেই চাপ কমাতে এবার গঙ্গার নীচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করে শালিমারে ট্রাক পাঠানোর পরিকল্পনা করেছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে এই প্রকল্পের সমীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে। সব ঠিকঠাক চললে বন্দর লাগোয়া রাস্তা ও দ্বিতীয় হুগলি সেতুর ওপর গাড়ির চাপ অনেকাংশে কমবে। বন্দর সূত্রে জানা গিয়েছে , রাজ্যের সঙ্গে আলোচনায় ঠিক হয়েছে বিদ্যাসাগর সেতু ও হাওড়া সেতুর ওপর চাপ কমাতে চালু হবে রো-রো ফেরি। এই ফেরির মাধ্যমে কলকাতা বন্দর থেকে পণ্যবোঝাই ট্রাক হুগলি নদী পেরিয়ে সরাসরি পৌঁছে যাবে শালিমারে ও সাঁকরাইলে। এক একটি জলযান এক একবারে ৮টি করে ট্রাক বহন করতে পারবে। এর ফলে রাস্তার উপরেও যেমন চাপ কমবে তেমনই কমবে যানজট, এমনটাই মনে করছে বন্দর কর্তৃপক্ষ। এবার সরাসরি গঙ্গার নীচে সুড়ঙ্গ খোঁড়ার পরিকল্পনা করছে তারা। কলকাতা বন্দর সূত্রে জানা গিয়েছে, গঙ্গার নীচে সুড়ঙ্গ তৈরির জন্য সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে একটি বিদেশি সংস্থাকে। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। সবমিলিয়ে গঙ্গার নীচে দিয়ে সুড়ঙ্গ তৈরি করে ট্রাক চলাচল শুরু হলে একদিকে যেমন দ্বিতীয় হুগলি সেতুর ওপর চাপ কমবে তেমনি শহরে যানজটও কমবে।

Loading