October 6, 2025

অতিরিক্ত গরমের হাত থেকে বাঁচাতে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত রাজ্যে

সোমালিয়া সংবাদ, নবান্ন: গরমের কারণে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে উদ্দেশ করে বললেন, ২ মে থেকে গরমের ছুটি ঘোষণা করে দেওয়া হোক। জানা গিয়েছে, ছুটি নাকি ১৫ দিনের মতো এগিয়ে এল। সাধারণভাবে মে মাসের মাঝামাঝি সময় থেকে গ্রীষ্মের ছুটি শুরু হয়। তার বদলে এই বছর তাপপ্রবাহ চলতে থাকায় ২ মে থেকেই যাতে গরমের ছুটি চালু করে দেওয়া যায় স্কুল শিক্ষা দফতরকে সেই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা। বুধবার নবান্নের রাজ্যের প্রশাসনিক বৈঠকের মধ্যেই বলেন, ‘‘স্কুল থেকে ছোটদের ফিরতে খুবই কষ্ট হচ্ছে। তাই আপনারা দেখুন গরমের ছুটি যাতে ২ মে থেকে চালু করে দেওয়া যায়।’’ প্রসঙ্গত উল্লেখ্য, সারা রাজ্যজুড়ে প্রচন্ড তাপপ্রবাহ চলছে। গরমে হাঁসফাস অবস্থা। এই পরিস্থিতিতে স্কুলে শিশুদের পড়াশোনা করা খুবই অসহ্য হয়ে ওঠে। সকাল দশটা বাজলেই রাস্তাঘাট জনমানবশূণ‍্য হয়ে পড়ছে। মানুষ ঘরবন্দী হয়ে পড়ছেন।চিকিৎসকরা বারে বারে গরমের হাত থেকে বাঁচতে জলপানের সাথে সাথে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছে। এই রকম পরিস্থিতি রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায় রাজ্যবাসী।

Loading