December 1, 2025

সম্ভবত জুলাই থেকেই রাজ্যের রাস্তায় দেখা যাবে বৈদ্যুতিক ও হাইব্রিড বাস

সোমালিয়া সংবাদ, কলকাতা: দূষণ কমাতে রাস্তায় দেখা যাবে বৈদ্যুতিক ও হাইব্রিড বাস। একদিকে যেমন পরিবহন খরচ কমবে তেমনি পরিবেশও সুস্থ ও স্বাভাবিক থাকবে। এতে করে পেট্রোল ও ডিজেলের ব্যবহার থাকবে না। সংস্থার আয়ও বাড়বে। কেন্দ্রীয় সরকারের বৈদুত্যিক ও হাইব্রিড গাড়িকে উৎসাহদান প্রকল্প-ফেমের আওতায় রাজ্য সরকার প্রায় ২ হাজারটি ইলেকট্রিক বাস পাচ্ছে। এর মধ্যে আড়াইশটি বাতানুকুল ও বাকি ১৭৫০টি সাধারণ বাস। জানা গিয়েছে, বাস চলাচল শুরু করার পর ১০ লক্ষ কিলোমিটার বা ১০ বছর তা চালানোর দায়িত্ব থাকবে রাজ্য সরকারের। বাস চালানোর জন্য রাজ্য সরকার বেসরকারি বাস সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হবে। বাস চালিয়ে চুক্তির অঙ্কের বেশি আয় হলে তা রাজ্যের পরিবহণ নিগম পাবে বলে জানা গেছে। তেমনই আয় কম হলে তা নিগমকে সংশ্লিষ্ট বাসের পরিচালক সংস্থাকে ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে । বাসের চালক সংশ্লিষ্ট সংস্থা নিয়োগ করলেও কন্ডাক্টর নিয়োগ করবে রাজ্য সরকার। বৈদ্যুতিক বাসগুলির চার্জিং স্টেশন তৈরি করার জন্য বিভিন্ন সরকারি বাস ও ট্রাম ডিপোতে জমি বরাদ্দ করা হচ্ছে। জুলাই মাস থেকে রাজ্যে পুরদস্তুর এই বাস পরিষেবা শুরু হতে পারে বলে পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে। সবমিলিয়ে রাজ্যে এই ধরনের বাস পরিষেবা প্রথম চালু হওয়ায় খুশি বাস মালিকেরা।

Loading