October 5, 2025

বিশ্ব হাসি দিবসে বলিউড অভিনেতা অক্ষয় কুমারে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট ঘিরে তোলপাড় নেট দুনিয়া

সোমালিয়া সংবাদ, মুম্বাই: শরীর সুস্থ ও স্বাভাবিক রাখতে সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব হাসি দিবস। এই দিনে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ভিডিও পোস্ট ঘিরে তোলপাড় হয় নেট দুনিয়া। ষাটের দশকের মার্কিন সঙ্গীত-তারকা বেঞ্জামিন আর্ল কিংয়ের বিখ্যাত গান ‘স্ট্যান্ড বাই মি’ বাজছিল নেপথ্যে। সামনে চিরুনি নিয়ে হাজির অক্ষয় কুমার। গানের তালে তালে দাঁতে চিরুনি বোলালেন অভিনেতা। সে এক মজাদার দৃশ্য। দেখে মনে হচ্ছে, দাঁত আর চিরুনির ঘর্ষণেই যেন তৈরি হচ্ছে গানের সুর। প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্ব হাসি দিবস প্রতিবছর মে মাসের প্রথম রবিবারে পালন করা হয়। ১৯৯৮ সালের ১০ মে তারিখে  মুম্বাইতে প্রথমবার বিশ্বব্যাপী হাস্যযোগ আন্দোলনের প্রতিষ্ঠাতা ডঃ মদন কাটারীয়া এই দিবস উদ্‌যাপন করেছিলেন। ফেসিয়াল ফিডব্যাক হাইপোথিসিস দ্বারা তিনি অনুপ্রাণিত হয়ে লাফটার যোগ বা হাস্য যোগ আন্দোলন আরম্ভ করেছিলেন। ফেসিয়াল ফিডব্যাক হাইপোথিসিস ধারণা অনুসারে, একজন মানুষের মুখের অভিব্যক্তি তার আবেগকে প্রভাবিত করতে পারে। বিশ্ব হাসি দিবসের উদ্দেশ্য হল হাসির মাধ্যমে সৌভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের বিশ্বজনীন সচেতনতা সৃষ্টি করা। এই দিবসটি সাধারণত হাসার উদ্দেশ্যে মানুষ একত্রিত হয়ে পালন করে। ফেসিয়াল ফিডব্যাক হাইপোথিসিস ধারণা অনুসারে, একজন মানুষের মুখের অভিব্যক্তি তার আবেগকে প্রভাবিত করতে পারে। বর্তমানে সমগ্র বিশ্বের ১০৫ টি দেশের লাফিং ক্লাব লাফটার যোগ আন্দোলনের সঙ্গে জড়িত। এদিন অক্ষয় কুমারের এই ভিডিও পোস্ট ব্যাপক প্রভাব পড়েছে যুব সমাজ থেকে শুরু করে লাফিং ক্লাবগুলিতে।

Loading