সোমালিয়া সংবাদ, রামপুরহাট: রাজ্যের হাড়হিম করা ঘটনাগুলির মধ্যে অন্যতম হল রামপুরহাটের বগটুইয়ের হত্যাকান্ড। এই হত্যাকান্ডে মৃত্যুর সংখ্যা আর একটা বাড়ল। সূত্র থেকে জানা গিয়েছে, রবিবার সকালে মৃত্যু হল আতাহারা বিবি নামে আরও এক মহিলার। ফলে বগটুই-কাণ্ডে এক নাবালিকা, এক পুরুষ, আট মহিলা-সহ মোট ১০ জনের মৃত্যু হল। মৃত্যুর সঙ্গে এক মাস ধরে লড়াই করছিলেন আতাহারা বিবি। অবশেষে হার মানতে হলো তাঁকে। এদিন সকালে তাঁর মৃত্যু হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২১ মার্চ ১৪নং জাতীয় সড়কের ধারে রামপুরহাট বগটুই মোড়ে বোমার আঘাতে খুন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। সেই খুনের অব্যবহিত পরে বগটুই গ্রামে ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পরদিন, অর্থাৎ ২২ মার্চ সকালে আট জনের পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। দিনকয়েক পর রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক মহিলার মৃত্যু হয়। দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রবিবার সকালে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালেই মৃত্যু হল আতাহারা বিবি নামে আরও এক আহতের। ফলে বগটুই-কাণ্ডে এক নাবালিকা, এক পুরুষ, আট মহিলা-সহ মোট ১০ জনের মৃত্যু হল। এই মৃত্যুর খবর গ্রামে আসতেই শোকের ছায়া নামে পরিবার ও মৃতার আত্মীয়দের মধ্যে। যদিও এই বিষয়ে সিবিআই তদন্ত চলছে। তাই বিশেষ কেউ মুখ খুলতে চায়নি।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক