October 5, 2025

আনন্দমুখর পরিবেশে বীরু ও বাসন্তীর ৪২তম বিবাহবার্ষিকী পালন

সোমালিয়া সংবাদ, মুম্বাই: বলিউডের স্বর্ণযুগের খ্যাতনামা অভিনেতা ও অভিনেত্রী ধর্মেন্দ্র ও হেমা মালিনী। তাঁদের বিবাহ ৪২ বছরের পদার্পণ করলো। বিয়ের এতগুলো বছর পেরিয়ে এসে ধর্মেন্দ্রকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আপ্লুত হেমা মালিনী। বিবাহবার্ষিকীতে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সেই আনন্দ। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার পাশাপাশি ট‍্যুইটও করেন। ট‍্যুইটারে হেমা মালিনী লেখেন, ‘আমাদের বিবাহবার্ষিকীতে এত বছরের এত আনন্দের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের বড় আদরের ছেলে-মেয়ে, নাতি-নাতনীদের এবং শুভাকাঙ্ক্ষীদেরও। নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। প্রসঙ্গত উল্লেখ্য, সদ্য হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ধর্মেন্দ্র। তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন বলে জানা গিয়েছে। বীরু ও বাসন্তীর জুটি সারা জীবন যেন পবিত্র বন্ধনে আবদ্ধ থাকে এটাই প্রার্থনা অনুরাগীদের। যতই বিগ বাজেটের সিনেমা তৈরি হোক না কেন ‘শোলে’-র বীরু ও বাসন্তীর অভিনয় ভোলার নয়। এখনও বর্তমান প্রজন্মের কাছে সমান ভাবে জনপ্রিয়। ৪২তম বিবাহবার্ষিকী তাই ‘বীরু’র সঙ্গে আনন্দে কাটবে তাঁর ‘বাসন্তী’র। এটাই প্রার্থনা অনুরাগীদের।

Loading