October 6, 2025

স্কেটিং করে নেপাল ঘুরে এলেন শ্যামনগরের যুবক,খুশি এলাকার মানুষ

সোমালিয়া সংবাদ, দক্ষিন ২৪ পরগনা: স্কেটিং করে নেপাল ঘুরে এলেন যুবক। এই যুবকের সাফল্যে খুশি এলাকার মানুষ। স্কেটিং করে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির থেকে নেপালের কাঠমান্ডু পশুপতিনাথ মন্দিরে পাড়ি দিয়েছিলেন শ্যামনগর কাউগাছি চন্ডীতলার বাসিন্দা দীপঙ্কর দে। গত ২২ এপ্রিল সকাল ৫-৪৫ মিনিট নাগাদ রওনা দিয়ে ২৯ এপ্রিল বেলা ১২-৪০ মিনিট নাগাদ নেপালে পৌঁছে ছিলেন ৪৭ বছরের দীপঙ্কর। স্কেটিংয়ের মাধ্যমে নেপাল পাড়ি দেওয়ার জন্য তাঁর নাম ঠাঁই পেয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ও ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডসে। এখন গিনেস বুক অফ রেকর্ডসে নাম ওঠার অপেক্ষায় স্কেটিং পারদর্শী শ্যামনগরের দীপঙ্কর। এই বিষয়ে দীপঙ্কর জানান, ছয়দিনে নেপাল পৌঁছনোর লক্ষ্য নিয়ে রওনা দিয়েছিলাম। কিন্তু ঝাড়খণ্ডের রাস্তাঘাট খারাপের জন্য আরও দুদিন বেশি সময় লেগে গেল। পরবর্তী গন্তব্যস্থল প্রসঙ্গে তিনি বললেন, স্কেটিংয়ের মাধ্যমে শ্যামনগর থেকে ভুটান, কলকাতা থেকে বাংলাদেশ, শ্যামনগর থেকে সিকিম এবং কাশ্মীর থেকে কন্যাকুমারী যেতে চাই। ছেলের সাফল্য প্রসঙ্গে কল্পনা দেবী বলেন, একমাত্র সন্তান, খুব টেনশনে ছিলাম। তবে নেপাল ঘুরে ছেলে বাড়ি ফেরায় ভীষণ খুশি।

Loading