October 5, 2025

কলকাতার রেড রোডে পবিত্র ঈদের নামাজ, সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সোমালিয়া সংবাদ, কলকাতা: হিন্দু-মুসলিম-শিখ-খ্রীষ্টান একসঙ্গে মিলেমিশে থাকবে। ঈদের দিন সকালে রেড রোড থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সকাল থেকেই বৃষ্টিতে ভিজেছে কলকাতা। তবে তার মধ্যেই শয়ে শয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদের নামাজে শামিল হয়েছিলেন রেড রোডে। সেখানেই হাজির হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে ইদের শুভেচ্ছা জানালেন। সঙ্গে বলে দিলেন, মিথ্যে ‘আচ্ছে দিন’ নয়, সকলের জন্য সত্যিকারের আচ্ছে দিন আসবে তৃণমূল সরকারের হাত ধরেই। কারণ এই সরকার লড়াই করতে জানে। এবং তা শুধুই কথার কথা নয়।

এতদিন যেভাবে প্রশাসন সকলের পাশে দাঁড়িয়েছে, আগামী দিনেও সেভাবেই সঙ্গে থাকবে। একমাস রমজান পালনের পর এদিন বৃষ্টিভেজা রেড রোডেই ঈদের নমাজ পড়লেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। নামাজ পাঠের মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম-সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা। সবমিলিয়ে এদিন কলকাতার রেড রোডে পবিত্র ঈদ উপলক্ষ্যে সকাল থেকেই ধর্মপ্রাণ ইসলাম ধর্মের মানুষ সামিল হন। তাঁদের সাথে খুশির ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Loading