সোমালিয়া ওয়েব নিউজঃ তিন দিনের বিদেশ সফরে জার্মানির রাজধানী বার্লিনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে একটি শিশু দেশাত্মবোধক হিন্দি গান শোনায় মোদিকে। তাতেই আপ্লুত হলেন তিনি। এদিন ভোরে বার্লিনে পৌঁছালে সেদেশের প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেই স্বাগত শুভেচ্ছায় মুগ্ধ হন মোদি। সেকথা নিজে ট্যুইট করেও জানান। তিনি সেখানে লেখেন, ‘বার্লিনে তখন সবে ভোর হচ্ছে। কিন্তু বহু ভারতীয় এসেছিলেন অভ্যর্থনা জানাতে। তাঁদের সঙ্গে কথা বলে চমৎকার লাগল। প্রবাসীরা যা অর্জন করেছেন তাতে ভারত গর্বিত। প্রসঙ্গত উল্লেখ্য, রাশিয়াকে চাপে ফেলতে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষবৈঠকে ভারতকে আমন্ত্রণ জানানোর জন্য সওয়াল করবে জার্মানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্লিন সফরের মাঝেই সেদেশের একাধিক সংবাদমাধ্যমে এই ইঙ্গিত দেওয়া হয়েছে। আগামী জুন মাসে মিউনিখের বাভারিয়ায় ওই শীর্ষ বৈঠক হওয়ার কথা। জার্মানি চাইছে সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রনেতাদের পাশাপাশি মোদীকেও সেখানে আমন্ত্রণ জানাতে। যাতে করে রাশিয়াকে আন্তর্জাতিক মঞ্চে চাপে রাখা যায়। তবে ভারতের বিদেশনীতি কি হবে তা আগামী দিনে ভারতের পদক্ষেপ থেকেই বোঝা যাবে।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু