সোমালিয়া সংবাদ, আরামবাগ ও তারকেশ্বর: মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির নির্দেশ মত রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ২রা মে থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ছুটি ঘোষণা করেছে। কিন্তু তা সত্বেও সোমবার আরামবাগের চাঁদুর হাইস্কুলে বিভিন্ন ক্লাসের ছাত্র ছাত্রীদের পরীক্ষা গ্রহণ করা হল। কেন শিক্ষা দপ্তরের নির্দেশিকা অমান্য করে পরীক্ষা নেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। যদিও পরীক্ষা দিয়ে বেরিয়ে ওই স্কুলের নবম শ্রেণীর পড়ুয়া শেখ রাহুল, সুদীপা পোড়েল প্রমুখরা জানায়, এদিন ভৌত বিজ্ঞান পরীক্ষা ছিল। এদিন হলেই সব পরীক্ষা শেষ। শিক্ষক মহাশয়রা আগেই জানিয়েছেন, আজকের পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই গরমের ছুটি পড়ে যাবে। পরীক্ষা খুব ভাল হয়েছে। আমরা খুব খুশি। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, যখন সমস্ত স্কুল সরকারি নির্দেশিকা মেনে পরীক্ষা বন্ধ রেখেছে তখন এই স্কুলেরও উচিত ছিল সরকারি নির্দেশকে মান্যতা দেওয়া। কারণ এর মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যেও নিয়ম ভাঙার একটা প্রবণতা তৈরি হবে। বিভিন্ন স্কুলের মধ্যেও বিভ্রান্তি তৈরি হবে। স্কুল কর্তৃপক্ষের এই কাজ ঠিক হয়নি। যদিও স্কুলের প্রধান শিক্ষক সুদীপ করণ বলেন, ২৮ এপ্রিল থেকে আমাদের পরীক্ষা শুরু হয়েছে। ৮৫ শতাংশ পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। একটা-দুটো পরীক্ষা বাকি ছিল। এদিন হলেই তা শেষ হয়ে যাচ্ছে। তাই আমাদের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এদিন মর্নিংয়ে সকাল সাতটা থেকে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে। তার পরেই স্কুল ছুটি পড়ে গেছে। নাহলে ছেলেরা পরিশ্রম করে যে পড়াশোনা করেছিল ছুটির পর পরীক্ষা দিলে সেগুলো ভুলে যাবে। তাই ছাত্র-ছাত্রীদের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই যে পরীক্ষা শেষ হয়ে গেল এর ফলে তারা ছুটিতে আরও ভালভাবে দ্বিতীয় মূল্যায়নের জন্য পড়াশোনা করতে পারবে। আসলে দু’বছর ছেলেরা পরীক্ষা দিতে পারেনি। তাই তাদের ভালর জন্য এবং ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অনুরোধেই এই পরীক্ষা নেওয়া হয়েছে।

অন্যদিকে তারকেশ্বরের বালিগড়ি অধরমনি দত্ত বিদ্যামন্দিরেও এদিন পরীক্ষা নেওয়া হয়। এদিন পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পযন্ত ছাত্র ছাত্রীদের পরীক্ষা চলে বলে জানা গেছে। সরকারি নির্দেশিকা অমান্য করে পরীক্ষা নেওয়া ঠিক হয়নি এবং ভুল হয়েছে বলে স্বীকার করেন স্কুল পরিচালন সমতির সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি। তিনি জানান, ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা ভেবেই শেষ দিনের পরীক্ষাটা নেওয়া হয়েছে এবং সেটা অভিভাবকদের সাথে মৌখিক আলোচনা করে। অভিভাবকদেরও দাবি, পরিক্ষার সূচি ছুটি ঘোষণার আগেই স্থির হয়েছিল। এদিন পরীক্ষার শেষ দিন। দেড় মাস পর একটা পরীক্ষা হলে ছাত্র-ছাত্রীদেরই অসুবিধাই পড়ে যেত। সে কারণেই এদিন পরীক্ষা দেয় ছাত্র-ছাত্রীরা।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি