October 5, 2025

চুরি যাওয়া আটটি ডেকোরেটরের ও একটি মসজিদের রান্নার সামগ্রী উদ্ধার করল পুলিশ

সোমালিয়া সংবাদ, চন্ডীতলা: গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে হুগলি জেলার চন্ডীতলা থানার অন্তর্গত জনাই, বেগমপুর, নৈটি, চন্ডীতলা এলাকার মোট আটটি ডেকোরেটরের দোকান ও মসজিদের রান্নার সামগ্রী চুরির ঘটনায় এলাকায় সোরগোল পড়ে যায়। সব ক্ষেত্রেই ভাড়া নিয়ে যাওয়ার নাম করে নিয়ে যাচ্ছে বলে জিনিসপত্র সমেত ফেরার হয়ে যাওয়ার ঘটনায় পুলিশ নড়েচড়ে বসে। তারা তদন্তে নেমে দীনবন্ধু সরকার নামে এক‌ যুবককে হুগলির গোঘাট থেকে গ্রেফতার করে। এরপর অভিযুক্তকে সঙ্গে নিয়ে চন্ডীতলা পুলিশ ডানকুনি, নৈটি সহ অভিযুক্তের বাড়ির পিছনে লুকিয়ে রাখা চুরি যাওয়া বহু মূল্যের বাসনসামগ্রী উদ্ধার করে। সোমবার ২মে যে সব ডেকরেটরদের ও মসজিদের রান্নার জিনিস চুরি হয়েছিলো তা তথ্য মিলিয়ে ফেরত দেওয়া হয়। পুলিশের এই তৎপরতায় সকলেই সাধুবাদ জানান।

Loading