সোমালিয়া সংবাদ, চন্ডীতলা: গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে হুগলি জেলার চন্ডীতলা থানার অন্তর্গত জনাই, বেগমপুর, নৈটি, চন্ডীতলা এলাকার মোট আটটি ডেকোরেটরের দোকান ও মসজিদের রান্নার সামগ্রী চুরির ঘটনায় এলাকায় সোরগোল পড়ে যায়। সব ক্ষেত্রেই ভাড়া নিয়ে যাওয়ার নাম করে নিয়ে যাচ্ছে বলে জিনিসপত্র সমেত ফেরার হয়ে যাওয়ার ঘটনায় পুলিশ নড়েচড়ে বসে। তারা তদন্তে নেমে দীনবন্ধু সরকার নামে এক যুবককে হুগলির গোঘাট থেকে গ্রেফতার করে। এরপর অভিযুক্তকে সঙ্গে নিয়ে চন্ডীতলা পুলিশ ডানকুনি, নৈটি সহ অভিযুক্তের বাড়ির পিছনে লুকিয়ে রাখা চুরি যাওয়া বহু মূল্যের বাসনসামগ্রী উদ্ধার করে। সোমবার ২মে যে সব ডেকরেটরদের ও মসজিদের রান্নার জিনিস চুরি হয়েছিলো তা তথ্য মিলিয়ে ফেরত দেওয়া হয়। পুলিশের এই তৎপরতায় সকলেই সাধুবাদ জানান।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি