October 5, 2025

দাম বাড়ছে বিমান জ্বালানিরও, ভাড়া বাড়ার আশঙ্কা উদ্বিগ্ন বিমানযাত্রীরা

সোমালিয়া সংবাদ, দিল্লি: দাম বাড়ছে বিমানের জ্বালানির। এবার এক ধাক্কায় ৩.২২ শতাংশ বাড়ল অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের দাম। যা রেকর্ড বৃদ্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। আন্তর্জাতিক স্তরে বিমান জ্বালানির ব্যাপক দাম বাড়ায় ভারতের অর্থনীতিতেও প্রভাব পড়েছে। চলতি বছর এই নিয়ে নবম বার বাড়ল এটিএফের দাম। প্রতি মাসের ১ ও ১৫ তারিখে এই দাম পরিবর্তিত হয়। সূত্র থেকে জানা গিয়েছে, রাজধানীতে প্রতি কিলোলিটারের দাম বেড়েছে ৩ হাজার ৬৪৯.১৩ টাকা। এবার এক কিলোলিটার এটিএফ কিনতে সংস্থাগুলির খরচ হবে ১ লক্ষ ১৬ হাজার ৮৫১ টাকা ৪৬ পয়সা। একই সঙ্গে মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ে এই জ্বালানির দাম দাঁড়াল যথাক্রমে ১ লক্ষ ১৫ হাজার ৬১৭ টাকা ২৪ পয়সা, ১ লক্ষ ২১ হাজার ৪৩০ টাকা ৪৮ পয়সা ও ১ লক্ষ ২০ হাজার ৭২৮ টাকা ৩ পয়সা। রাজ্যভিত্তিক এই দামের ফারাক নির্ভর করে রাজ্যভিত্তিক করের উপরে। বিমানের খরচের প্রায় ৪০ শতাংশই জ্বালানির খাতে ব্যয় হয়। স্বাভাবিকভাবেই জ্বালানির দাম বাড়ায় বিমান যাত্রীদের ভাড়ার জন্য পকেটে টান পড়বে। বাড়বে বিমান যাত্রার ভাড়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্যই আন্তর্জাতিক স্তরে বিমান জ্বালানির দাম বাড়ছে। আর সেই জের পড়েছে ভারতের বাজারেও। তেলের মোট চাহিদার ৮৫ শতাংশই নয়াদিল্লিকে আমদানি করতে হয় অন্য দেশ থেকে। তাই বিমানের জ্বালানির দাম বাড়ায় উদ্বিগ্ন কেন্দ্র সরকারও। এখন দেখার কিভাবে বিমানের জ্বালানির দাম বাড়ার বিষয়টি নিয়ন্ত্রিত হয়।

Loading