October 5, 2025

বিরল প্রজাতির কিং ক্রো বাটারফ্লাই দেখা মেলায় আনন্দিত পরিবেশবিদরা

সোমালিয়া ওয়েব নিউজ: প্রকৃতি বুকে ঘুরে বেড়ানো প্রজাপতির খেলা কার না ভালো লাগে। মনোরম পরিবেশে নানা রঙের প্রজাপতির ঘুরে বেড়াতে দেখে মন ময়ূরের মতো নেচে ওঠে। নান রঙের প্রজাপতির মধ্যে বিরল প্রজাতির কিং ক্রো বাটারফ্লাইয়ের দেখা মেলায় খুশির হাওয়া পরিবেশবিদদের মধ্যে। তাঁদের দাবি, করোনায় দূষণ কমায় পরিবেশের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। তা না হলে এই রকম বিরল ও অপরূপ প্রজাপতির দেখা মিলতো না। এই কিং ক্রো বাটারফ্লাইয়ের ডানাজুড়ে বিচিত্র সব কারুকাজ, যেন সাদা রঙে আলপনা এঁকেছে কেউ। প্রজাপতি পরিবারের এক অতি স্বল্প পরিচিত সদস্য ‘কিং ক্রো বাটারফ্লাই’-এর দেখা মিলল উত্তরাখণ্ডের নৈনিতালের একটি উদ্যানে। এতে উচ্ছ্বসিত বনবিভাগ। তাদের বক্তব্য, ‘কিং ক্রো’-র উপস্থিতি অরণ্য ও স্থানীয় বাস্তুতন্ত্রের সুস্বাস্থ্যের বার্তা দিচ্ছে।
অন্তত ৪৫০ প্রজাতির প্রজাপতির বাস উত্তরাখণ্ডে। তার মধ্যে যোগ হল নতুন সদস্যটির নাম। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিরল প্রজাতির প্রজাপতিগুলির তালিকায় একেবারে উপরের দিকে নাম রয়েছে কিং ক্রো বাটারফ্লাইয়ের। সম্প্রতি উত্তরপ্রদেশের কাটরানিয়া ঘাট বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রে কিং ক্রো দেখতে পাওয়া যায়। বহু আগে এটিকে উত্তর-পূর্ব ভারতে পাওয়া গিয়েছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৫০ মিটার উচ্চতায় ভুজিয়া ঘাট উপক্রান্তীয় অরণ্যে ঘেরা এই জায়গাটি বড়ই মনোরম। প্রকৃতির বুকে ঘুরে বেড়ানো এই পতঙ্গের দেখা মেলায় বাস্তুতন্ত্রের ভারসাম্য যে ঠিক আছে সেই বিষয়ে বার্তা দিচ্ছে বলে মনে করছেন পরিবেশবিদ ও বন দপ্তরের আধিকারিকরা।

Loading