October 5, 2025

সম্প্রীতি: কবরস্থানের জন্য জায়গা রেজিস্ট্রি করে দিল হিন্দু পরিবার

সোমালিয়া সংবাদ, আরামবাগ: সম্প্রীতির অনন্য নজির। ঈদ উৎসবের আগে কবরস্থানের জন্য ১৬ শতক জায়গা সরকারিভাবে রেজিস্ট্রি করে আরামবাগ পুরসভার হাতে তুলে দিলেন সমাজসেবী ও ব‍্যবসায়ী অচিন্ত্য কুন্ডু। তাঁর স্ত্রী ড. তৃপ্তি কুন্ডু এবার আরামবাগ পুরসভার কালিপুরের ১২ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। কালিপুরে এক অনুষ্ঠানে তিনি রেজিস্ট্রি করা ওই দলিল আরামবাগ পুরপ্রধান সমীর ভান্ডারী এবং উপপুরপ্রধান মমতা মুখার্জির হাতে তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। এ বিষয়ে অচিন্ত্যবাবু বলেন, মুসলিম ধর্মের মানুষদের কবরস্থানের জায়গার সমস্যা হচ্ছিল। তাই বছর কুড়ি আগে তাঁরা ওই ১৬ শতক জায়গা মুসলিম সম্প্রদায়ের মানুষকে কবরস্থান হিসেবে ব্যবহারের জন্য অনুমতি দেন। এদিন ওই কবরস্থানের রক্ষণাবেক্ষণের সমস্ত দায়-দায়িত্ব তিনি আরামবাগ পুরসভার হাতে তুলে দিলেন। এখন থেকে ওই জায়গার মালিকানা আরামবাগ পুরসভার হাতে থাকবে। ওই জায়গা তিনি তাঁর বাবা ডাঃ হরিমোহন কুন্ডু এবং মা গীতারানি কুন্ডুর নামে উৎসর্গ করেন। এছাড়াও বছর দুই আগে তিনি ওই কবরস্থানের জন্য বাবা ডাঃ হরিমোহন কুন্ডুর স্মৃতিতে একটি তোরণও তৈরি করে দিয়েছেন। এলাকার ছেলেমেয়েদের পড়াশোনার জন্য পীরবাবার নামে স্কুলের একটি বিল্ডিংও অচিন্ত্যবাবু নিজের খরচে তৈরি করে দেন। এ বিষয়ে আরামবাগ পুরপ্রধান সমীর ভান্ডারী বলেন, এটা খুবই ভাল কাজ। এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে স্থানীয় বাসিন্দা ইয়াকুব আলি বলেন, অচিন্ত্যবাবু খুবই ভাল মনের মানুষ। উনি শুধু এই কবরস্থানের জায়গা দান করাই নয়, সারা বছরই এলাকার মানুষের জন্য নানা সমাজসেবামূলক কাজ করে থাকেন। আমরা ওনার কাছে কৃতজ্ঞ।  পাশাপাশি ঈদ উপলক্ষে এদিন এই ওয়ার্ডের সংখ্যালঘু মানুষদের শাড়ি ও লুঙ্গি উপহার দিলেন তাঁরা। এ বিষয়ে কাউন্সিলর ড. তৃপ্তি কুন্ডু বলেন, খুশির ঈদের আগে স্বল্প কিছু উপহার সংখ্যালঘু ভাই-বোনেদের হাতে তুলে দিলাম। যাদের প্রয়োজন আছে, যারা এই উপহার পেলে খুশি হবে তাদের সকলকেই দেওয়া হয়েছে। 

Loading