October 5, 2025

স্কুটিতে নম্বর প্লেট নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর ছবি আছে, তাতেই বাজিমাত রং মিস্ত্রি প্রশান্তের

সোমালিয়া সংবাদ, বাসন্তী: নীল-সাদা স্কুটিতে লাগানো মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়েই দিব্যি ঘুরে বেড়াচ্ছেন যুবক। কোনও সমস্যা হচ্ছে না। পুলিশও ধরছে না গাড়ি। জানা গিয়েছে, বাসন্তীর বাঁশিরাম গ্রামের বাসিন্দা, পেশায় রং মিস্ত্রি প্রশান্ত সরকার শহর থেকে শহরতলির অলিগলি ঘুরে বেড়ান কাজের জন্য। স্কুটিই তাঁর সঙ্গী। কিন্তু সেই স্কুটিতে না দেখা যায় নম্বর প্লেট, না আছে নাকি বৈধ কাগজপত্র। তবে স্কুটির গায়ে সাঁটা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এই বিষয়ে প্রশান্তের দাবি, স্কুটারে ওই ছবিই তাঁর সর্বত্র বিচরণের নাকি ছাড়পত্র। কৌতুহলী মানুষ তাঁকে প্রশ্ন করলে তিনি স্বহাস্যে জবাব দেন, মুখ্যমন্ত্রীর ছবি লাগানো গাড়ি দেখলে কে আটকাবে? পুলিশের ক্ষমতা আছে? নিজেকে তৃণমূল কর্মী বলে পরিচয় দেন প্রশান্ত। গর্ব করে সকলকে বলে বেড়ান, এ হল দিদির গাড়ি। ব‍্যাস, আর কোনও কথা না বলে স্কুটি চালিয়ে চলে যান। দিদির গাড়ি নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তিনি। রাজনৈতিক নেতানেত্রীদের গাড়ির সামনে দলের ব্যাজ, পতাকা লাগিয়ে রাখতে দেখা যায়। সে সব দেখলে নাকি পুলিশ ধরে না, এমনটা বলে থাকেন নেতাদের অনেকেও। একই কায়দা প্রশন্তও ঘুরে বেড়াচ্ছেন। যদিও প্রশান্ত সূত্রে জানা গিয়েছে, এই ভাবে নাকি আইন ভাঙা যায় না। তবে দিদির গাড়ি যেখানেই যাচ্ছে মানুষের ভিড় বাড়ছে।

Loading