সোমালিয়া ওয়েব নিউজ: আবারও চিনের অস্ত্র পরীক্ষা। ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে চীন। আর তা নিয়ে তোলপাড় আন্তর্জাতিক মহল। বেজিংয়ের নতুন ধরনের অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বিশেষ করে সিঁদুরে মেঘ দেখছে পশ্চিমী দেশগুলি। সূত্র থেকে জানা গিয়েছে, এই অস্ত্র নাকি আসলে নতুন ধরনের অ্যান্টি-শিপ ব্যালিস্টিক মিসাইল। নাম YJ-21। শক্তিশালী মিসাইল নাকি প্রথম চিনই প্রস্তুত করলো। উওক্সি নামের এক রণতরী থেকে এই ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ হয়েছে। বিশেষজ্ঞ মহলের দাবি, দেড় হাজার কিমি দূরের টার্গেটেও নিখুঁতভাবে হানা দিতে পারে এই মিসাইল। তবে এই ধরনের ক্ষেপণাস্ত্রের আবির্ভাব সেই অর্থে একেবারে অপ্রত্যাশিত নয়। ২০২০ সালেই আমেরিকার প্রতিরক্ষা বিভাগের তরফে জানানো হয়েছিল, চিন এই ধরনের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে পারে। শেষ পর্যন্ত তাদের আশঙ্কাই সত্যি হল। এই মিসাইল পরীক্ষা গোটা বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাঝেই চিনের অস্ত্র পরীক্ষা, বিশ্বে ঠান্ডা যুদ্ধের সূচনা করছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। আমেরিকা ও রাশিয়ার মধ্যে এই নিয়ে ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে বলে মনে করছেন অনেকেই।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু