October 5, 2025

আরামবাগে রেলের পরিকাঠামো পরিদর্শন করলেন হাওড়া ডিভিশনাল ম্যানেজার

সোমালিয়া সংবাদ, আরামবাগ: মঙ্গলবার আরামবাগ, গোঘাট সহ বেশ কয়েকটি রেলস্টেশনে ঝটিকা সফরে এলেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনাল ম্যানেজার মণীশ জৈন। এদিন তিনি বিশেষ ট্রেনে আরামবাগ স্টেশনে এসে পৌঁছান। প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার সহ রেলের বিভিন্ন ভবন এলাকা পরিদর্শন করেন। কথা বলেন রেলের বিভিন্ন আধিকারিক ও কর্মীদের সঙ্গে। এছাড়াও আরামবাগ রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ারস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন। এদিন এই সংগঠনের পক্ষ থেকে ডিভিশনাল ম্যানেজারের কাছে ছয় দফা দাবি জানানো হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হল, আরামবাগ স্টেশনের প্ল্যাটফর্ম শেড বৃদ্ধি করা,  যাত্রীদের জন্য প্রতীক্ষালয় তৈরি করা, আরামবাগ স্টেশন রোডের দু’দিকে আলোর ব্যবস্থা করা, আরামবাগ স্টেশনের প্লাটফর্মের পূর্বদিকে শৌচাগারের ব্যবস্থা করা, আরামবাগ-বর্ধমান রোডের আরামবাগের দৌলতপুরের কাছে রেলের আন্ডারপাসের ভেঙে যাওয়া রাস্তা মেরামত করা ইত্যাদি।

এছাড়াও আরামবাগ পুরসভার পক্ষ থেকে প্রাক্তন পুরপ্রধান তথা আরামবাগ ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দী আরামবাগের বলুণ্ডীতে একটি হল্ট স্টেশন তৈরি করা এবং আরামবাগের দৌলতপুরে রেলের রাস্তা মেরামতের দাবি জানান। এ প্রসঙ্গে হাওড়া ডিভিশনাল ম্যানেজার মণীশ জৈন বলেন, রাস্তা সংস্কারের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা দ্রুততার সঙ্গে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। খুব শীঘ্রই আলোর ব্যবস্থা করা হবে। এছাড়াও গোঘাটের ভাবাদিঘিতে রেল প্রকল্পের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ওখানে স্থানীয় লোকেদের কিছু আপত্তি রয়েছে। সেই সমস্যা মিটে গেলে তারপরই ওখানে কাজ শুরু হবে।

Loading