সোমালিয়া সংবাদ, শিলিগুড়ি: বিয়ের সমস্ত আয়োজন প্রস্তুত। এবার বর আসবে। আর তারপর কন্যা সম্প্রদান হবে। কিন্তু বর কোথায়? চারিদিকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। অবশেষে জানা গেল, বর চিঠি লিখে উধাও হয়ে গেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি জুড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিলিগুড়ির পুরসভার ভক্তিনগরের যুবকের সাথে বিয়ে ঠিক হয়েছিল বাঘাযতীন কলোনির এক তরুণীর। এদিকে চিঠি লিখে বাড়ি ছাড়ে যুবক। তাতে লেখা ছিল, “এই বিয়ে আমি করব না।” তাঁকে বাড়ি ফেরানোর হাজারও চেষ্টা করেও লাভ হয়নি। ততক্ষণে পাত্রীপক্ষ জেনে গিয়েছে, পাত্র উধাও। যুবকের খোঁজে পুলিশ নিয়ে তাঁর বাড়িতে হাজির হয় হবু শ্বশুরবাড়ির লোকেরা। পাত্রীপক্ষের অভিযোগ, পরিবারের লোকেরা লুকিয়ে রেখেছে বরকে। এদিকে পাত্রের পরিবারের দাবি, পাত্রীর পরিবার দুর্ব্যবহার করেছিল। সেই কারণে পাত্র বিয়ে করবে না জানিয়ে চলে গিয়েছে।তবে পাত্রীর পরিবারের দাবি, বিয়ের আগের দিন তাঁদের ফোন করে পাত্রের বাড়ির তরফে জানানো হয়, ছেলে ইসলামপুরে কাজে গেছে । তবে নির্ধারিত সময়েই বিয়ে হবে। সবমিলিয়ে এই ঘটনায় হতবাক এলাকার মানুষ।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন