October 5, 2025

জল্পনা ছিলই, আবারও বাংলায় সিএএ বিল কার্যকর করার কথা অমিত শাহের

সোমালিয়া সংবাদ, শিলিগুড়ি: করোনা মিটলেই কার্যকর হবে CAA, শিলিগুড়িতে ঘোষণা করলেন বিজেপি নেতা তথা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভা নির্বাচনের পর প্রথমবার বঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি অমিত শাহের মঞ্চ থেকেও এবারও উঠল বাংলা ভাগের দাবি। শিলিগুড়িতে সভা মঞ্চে দাঁড়িয়ে মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন বললেন, “কাশ্মীর থেকে লাদাখ আলাদা হয়েছে। উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড আলাদা হয়েছে। তাহলে বাংলা থেকে উত্তরবঙ্গের আলাদা হতে অসুবিধা কোথায়? মোদি-শাহ নিশ্চয়ই ভাবছেন।” স্বাভাবিকভাবে তাঁর এহেন মন্তব্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। শিলিগুড়ি ছাড়াও তিনি হরিদাসপুরে একটি অনুষ্ঠান করেন। হরিদাসপুরে বিএসএফ ক্যাম্পের অনুষ্ঠানে অমিত শাহ বলেন, “দেশের সুরক্ষা বিএসএফ জওয়ানরাই করতে পারেন। সীমান্তে বিএসএফ রয়েছেন বলেই আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। মুক্তিযুদ্ধে ভূমিকা ছিল বিএসএফের। নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ এগোচ্ছে। ভারত মানুষের সুরক্ষায় জোর দেয়।” ভারত-বাংলাদেশ সীমান্তে সবচেয়ে বেশি অনুপ্রবেশের সমস্যা রয়েছে। কৌশল বদল করছে অনুপ্রবেশকারীরা। অনুপ্রবেশকারীদের রোখাই বড় চ্যালেঞ্জ। অনুপ্রবেশ রুখতে টহলদারিতে জোর দেওয়ার নির্দেশ শাহের। সবমিলিয়ে এদিন অমিত শাহের বাংলা সফরকে ঘিরে বিজেপি নেতৃত্বের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Loading