October 6, 2025

স্কুলের দশম বাৎসরিক অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের বোঞ্জ মূর্তি প্রতিষ্ঠা সিঙ্গুরে

সোমালিয়া সংবাদ, হুগলি: স্বামী বিবেকানন্দের বোঞ্জের মূর্তি বসানোকে কেন্দ্র করে সকাল থেকেই ছাত্র ছাত্রীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এদিন হুগলি জেলার সিঙ্গুরের পুরুষোত্তমপুরে স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরে স্বামী বিবেকানন্দের বোঞ্জের মূর্তি বসে। স্কুলের দশম বাৎসরিক অনুষ্ঠানে এই মূর্তি বসে।উপস্থিত ছিলেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন স্বামীজীর পৈতৃক ভিটা ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দজি‌ মহারাজ। রামকৃষ্ণ মিশন সারদাপীঠ-এর সম্পাদক স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ। এছাড়াও বেলঘরিয়া রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী একব্রতানন্দজী মহারাজ‌। পাশাপাশি উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ‍্যালয়ের প্রাক্তন ভাইস চ‍্যান্সেলার ড: সুজিত কুমার বসু, ন‍্যাশনাল স্ট‍্যাটিসটিক‍্যাল কমিশনের চেয়ারপার্সন বিমল কুমার রায় এবং আরও একাধিক বিশিষ্ট ব‍্যক্তি। স্বামী বিবেকানন্দ বিদ‍্যামন্দিরের চেয়‍্যারম‍্যান মানস ঘোষ জানান, ছয় ফুটের বেদীর উপর দশ ফুটের স্বামী বিবেকানন্দের ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে। এই মূর্তি স্কুলে থাকলে ছাত্র-ছাত্রীদের মনে একটা ভাল প্রভাব তৈরি হবে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা ভাল পরিবেশ তৈরি করবে।

Loading