October 5, 2025

লোডশেডিংয়ের জন্য বিদ্যুৎদপ্তরের আধিকারিককে পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা তৃণমূল কাউন্সিলরের

সোমালিয়া সংবাদ, আরামবাগ: রাজ্যের তৃণমূল ক্ষমতায় আসার পর লোডশেডিং প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে আবার সেই লোডশেডিংয়ে জেরবার হয়ে উঠেছেন সাধারণ মানুষ। আরামবাগ মহকুমার মানুষও তা থেকে বাদ যাচ্ছে না। তার ওপর ঈদ ও অক্ষয় তৃতীয়ার দিন সকাল থেকে দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হয় আরামবাগবাসিকে। আর তাই বৃহস্পতিবার আরামবাগ বিদ্যুৎদপ্তরে গিয়ে ডিভিশনাল ম্যানেজারকে প্রতিবাদ স্বরূপ পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে অভিনব সম্বর্ধনা জানালেন আরামবাগ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হাসান আলি চৌধুরি ও এলাকার বাসিন্দারা। এদিন হাসান সাহেব ও তাঁর কর্মী-সমর্থক ও এলাকার বাসিন্দারা পুষ্পস্তবক ও মিষ্টি নিয়ে আরামবাগ শিশু উদ্যান সংলগ্ন বিদ্যুৎদপ্তরে যান। সেখানে গিয়ে আরামবাগ ডিভিশনাল ম্যানেজার শুভেন্দু ভড়ের হাতে তা তুলে দেন। হাসান সাহেব এবং অন্যান্যরা ডিভিশনাল ম্যানেজারকে জানান, দিনে বেশ কয়েকবার বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হচ্ছে। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল ঈদ এবং অক্ষয় তৃতীয়া হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন নানা অনুষ্ঠানের পাশাপাশি আত্মীয়-স্বজনরা উপস্থিত থাকেন। তা সত্ত্বেও ওই দিন সকাল থেকে লোডশেডিং শুরু হয়ে যায়। ফলে পানীয় জল থেকে অন্যান্য কাজে ব্যাঘাত ঘটে। যা কখনোই কাম্য ছিল না। পাশাপাশি হাসান সাহেব বিদ্যুতের লোডশেডিং বন্ধের আর্জি জানান। এ বিষয়ে ডিভিশনাল ম্যানেজার শুভেন্দু ভড় ওই প্রতিনিধিদলকে জানান, ঈদ ও অক্ষয় তৃতীয়ার দিন হঠাৎ ব্রেক ডাউন হয়ে যাওয়ায় সমস্যা দেখা দিয়েছিল। তবুও দ্রুততার সঙ্গে তা মেরামত করে লাইন চালু করা যায় হয়। এছাড়াও তিনি কয়লা সংকটের প্রসঙ্গ তুলে দেশজুড়ে বিদ্যুৎ সমস্যার কথা বলেন। পাশাপাশি সমস্যা দ্রুত উন্নতি ঘটবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এ বিষয়ে আরামবাগ ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হাসান আলি চৌধুরি বলেন, যেভাবে লোডশেডিং বেড়ে গেছে তাতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তার ওপর ঈদ ও অক্ষয় তৃতীয়ার দিন মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। তাই আমরা ওনাকে পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানিয়ে এলাম।

Loading