December 1, 2025

পাকিস্তানি ড্রোনকে লক্ষ্য করে গুলি সীমান্তরক্ষী বাহিনীর, উদ্ধার কয়েক কোটি টাকার হেরোইন

সোমালিয়া সংবাদ, পাঞ্জাব: একটি পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামায় সীমান্তরক্ষী বাহিনী । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সীমান্ত এলাকায়। ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব সীমান্তে। অতর্কিতে ভারতের সীমানা পেরিয়ে ঢুকে পড়ে ড্রোনটি। সঙ্গে সঙ্গে বিএসএফ জওয়ানরা গুলি চালিয়ে সেটিকে নামিয়ে আনেন। ড্রোনটি থেকে প্রায় ১০ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জান যাচ্ছে । বিএসএফ সূত্রে খবর, এদিন অমৃতসরের সীমান্তবর্তী ভারোপাল গ্রামে একটি পাকিস্তানি ড্রোন দেখতে পান নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে বিএসএফ জওয়ানরা গুলি চালিয়ে সেটিকে নামিয়ে আনেন। ড্রোনটি থেকে প্রায় ১০ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। ওই মাদকের মূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে এক টুইটে বিএসএফ জানিয়েছে, ‘পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে মাদক পচার করার আরও একটি চেষ্টা ভেস্তে দিয়েছে বিএসএফ। পাকিস্তান থেকে আসা ড্রোনটিকে গুলি করে নামিয়ে আনেন জওয়ানরা। যানটি থেকে ন’টি প্যাকেটে মোড়া ১০ কেজি হেরোইন পাওয়া গিয়েছে।’ তবে সমস্ত বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী।

Loading