December 1, 2025

চুঁচুড়া ও ধনিয়াখালিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উৎযাপন

সোমালিয়া সংবাদ, চুঁচুড়া: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ‍্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উৎযাপন উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠিত হল হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে চুঁচুড়া ঐতিহাসিক রবীন্দ্রভবনে। সকালে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এর পর রবীন্দ্রভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক ড. পি দিপাপ প্রিয়া, সদর মহকুমা প্রশাসক সৈকত গাঙ্গুলী, অতিরিক্ত জেলা প্রশাসক নকুল চন্দ্র মাহাতো, চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ জেলা প্রশাসক ও সকল স্তরের আধিকারিকবৃন্দ। অন‍্যদিকে ধনিয়াখালি ব্লকের অন্তর্গত জয়পুর গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিবস উপলক্ষ্যে চিত্রশিল্পী অতনু ঘোষের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি উন্মোচন হয়ে গেল। উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী সমীর ঘোষ এবং মঞ্জু ঘোষ। মূর্তিতে মাল্যদান করেন ধ্রুব ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন মানস পাল, বসুদেব ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Loading