October 6, 2025

আরামবাগ মহকুমায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন

সোমালিয়া সংবাদ, আরামবাগ: প্রাতঃভ্রমণকারীদের উদ্যোগে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ঘটনাটি গোঘাটের বকুলতলা এলাকার। প্রতিদিন সকালে যে সমস্ত মানুষজন হাঁটতে বের হন তাঁরা একজোট হয়ে এদিন এই অনুষ্ঠানের আয়োজন করেন। উপস্থিত ছিলেন ডাঃ লক্ষীকান্ত ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মাধ‍্যক্ষ নারায়ন পাঁজা সহ বহু বিশিষ্টজন। সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষজন।এদিন সম্পূর্ণ পারিবারিক উদ্যোগে দীর্ঘদিন ধরে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হয়ে আসছে আরামবাগের পল্লীশ্রী দত্ত পরিবারের করুণাধারায়। সোমবারও কবিগুরুর ১৬২ তম জন্মদিন উপলক্ষে  এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কথায় ও সুরে সমগ্র অনুষ্ঠানটি উপস্থিত সকলকে এক অন্যমাত্রা দান করে। এদিন এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শেখ হাসান ইমাম, অধ্যাপক প্রণব কুমার দালাল, আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী সহ বহু বিশিষ্টজন। অন্যদিকে আরামবাগ পুরসভার উদ্যোগে আরামবাগ রবীন্দ্রভবনে দিনটি যথাযথভাবে পালন করা হয়। এছাড়া আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরামবাগ রাজা রামমোহন হল-এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

Loading