October 5, 2025

আন্তর্জাতিক যোগা চ্যাম্পিয়নশিপে প্রথম গোঘাটের ছোট্ট মেয়ে রুদ্রাণী

সোমালিয়া সংবাদ, গোঘাট: আন্তর্জাতিক স্তরের যোগা প্রতিযোগিতায় প্রথমে সাড়া ফেলে দিল গোঘাটের বেঙ্গাই গ্রামের ছোট্ট মেয়ে রুদ্রাণী দে। নেপালে অনুষ্ঠিত ইন্দো-নেপাল চতুর্থ ইন্টারন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সে ১৮ জন প্রতিযোগীর মধ্যে মেয়েদের ‘বি’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। নেপালের মেছিনগরে ২৮ এবং ২৯ এপ্রিল এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধেয় নেপাল থেকে গ্রামের বাড়িতে ফিরে আসতেই এলাকার মানুষ আনন্দে মেতে ওঠেন। কেক কেটে উচ্ছ্বাস প্রকাশ করা হয়। প্রতিবেশীরাও বাড়িতে গিয়ে রুদ্রাণীকে শুভেচ্ছা জানিয়ে এসেছেন। রুদ্রাণী আরামবাগ বিবেকানন্দ অ্যাকাডেমির পঞ্চম শ্রেণীর ছাত্রী। সে তিন-চার বছর বয়স থেকেই যোগব্যায়াম শিখছে। এছাড়াও যোগবিদ্যার নানান কলাকৌশল আয়ত্ত করেছে। রুদ্রাণী বাবা অনিমেষ দে পেশায় ব্যবসায়ী। মা দেবশ্রীদেবী সাধারণ গৃহবধূ। মা দেবশ্রীদেবী জানান, গত চার বছর ধরে মেয়ে কোতুলপুরের যোগা প্রশিক্ষক মৌসুমী কোলের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে। বাড়িতে সেগুলি মাই তাকে শেখান। বাবা অনিমেষবাবু জানান, এই সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব ওর প্রশিক্ষক মৌসুমী কোলের। তারপর ওর মায়ের। মেয়ের এই সাফল্যে আমরা সকলেই গর্বিত। প্রশিক্ষক মৌসুমী কোলে বলেন, আমি চাই যোগাকে ধরে রাখতে। তাহলে আগামী দিনে ও আরও অনেক বড় সাফল্য লাভ করতে পারবে।

Loading