October 6, 2025

বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া পাচারের অভিযোগে গ্রেফতার দুই, উদ্ধার প্রায় তিন লক্ষ টাকার চামড়া

সোমালিয়া সংবাদ, জলপাইগুড়ি: ফের বিরল প্রজাতির বন্যপ্রাণীকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ উঠল। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে বনদপ্তরের পুলিশ। জানা গিয়েছে, এবার নিশানায় বিরল প্রজাতির প্যাঙ্গোলিন। এই বন্যপ্রাণীকে মেরে মাংস খাওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি এই জন্তুর আঁশযুক্ত চামড়া পাচার করার অভিযোগ উঠেছে। এই প্যাঙ্গোলিনের আঁশযুক্ত চামড়া পাচার করতে গিয়ে বন দফতরের হাতে ধরা পড়ে দু’জন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ওদলাবাড়িতে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বন দফতর। বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে একটি দল ওদলাবাড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের লামা হোটেল চত্বরে ওঁৎ পেতে ছিলেন। দু’জনকে দেখতে পেয়েই হাতেনাতে ধরে তল্লাশি শুরু করেন বনকর্মীরা। তল্লাশি চালাতেই ওই দু’জনের কাছ থেকে প্যাঙ্গোলিনের আঁশযুক্ত চামড়া উদ্ধার হয়। ধৃতদের নাম পালডেন লেপচা ও দিলীপ কুমার রাই। দু’জনেরই বাড়ি কালিম্পংয়ে। উদ্ধার হওয়া প্যাঙ্গোলিনের চামড়াটি ৯০ সেন্টিমিটার লম্বা। জেরাতে ধৃতরা স্বীকার করেছে যে, কালিম্পংয়ের জঙ্গল থেকে প্যাঙ্গোলিনটি শিকার করে তার মাংস খাওয়া হয়েছিল। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্যাঙ্গোলিনের আঁশযুক্ত চামড়াটি শিলিগুড়ি হয়ে নেপালে সাড়ে তিন লক্ষ টাকার বিনিময়ে পাচার করা হচ্ছিল। এই ঘটনায় পশু পাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন পশুপ্রেমীরা।

Loading