সোমালিয়া সংবাদ, কলকাতা: নেট দুনিয়ার দৌলতে ভুবন বিখ্যাত হয়েছে বাদাম কাকু ভুবন বাদ্যকর। তাঁর নাকি দীর্ঘদিনের স্বপ্ন ছিল কলকাতা ভ্রমণ। স্টার জলসার একটি শুটিংয়ে এসে তাঁর স্বপ্ন পূরণ হল। সারা কলকাতা ঘুরে দেখলেন কাঁচা বাদাম কাকু ভুবন বাদ্যকর। ভুবন বাদ্যকরকে চেনেন না এরকম মানুষ বর্তমানে বোধ হয় খুঁজে পাওয়া মুশকিল। পশ্চিমবাংলা তো বটেই, এমনকী দেশ ছাড়িয়ে বিদেশেও তাঁর খ্যাতি ছড়িয়েছে।স্ত্রী আদুরী ও নাতনিকে সঙ্গে নিয়ে কলকাতা ঘুরলেন ভুবন বাদ্যকর। এই বিষয়ে ভুবন জানান, “আমার বৌ আদুরী, আমার নাতনি আর আমার কলকাতা দেখার খুব ইচ্ছে ছিল। আর সেই ইচ্ছেপূরণের সৌজন্যে রয়েছে স্টার জলসা। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল থেকে শুরু করে হলুদ ট্যাক্সি, কুমোরটুলি, হাতে টানা রিকশার মতো কলকাতার নানা জায়গা ঘুরলেন। গ্রামের সাদা সরল ভুবন এখন সেলিব্রেটি। দেশ বিদেশ থেকে তাঁর ডাক পড়ছে। টিভির সিরিয়াল জগতে তাঁর পা পড়েছে। স্টার জলসার বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে। টলিউডের জনপ্রিয় নায়ক জিতের সঙ্গে তিনি অনুষ্ঠান করছেন। জানা গিয়েছে, স্টার জলসায় জিতের সঞ্চালনায় নাকি নতুন একটা অনুষ্ঠান আসছে। তার শুটিং করতেই নাকি ভুবন বাদ্যকর কলকাতায় এসেছিলেন। এরপরই তাঁর স্বপ্ন পূরণ হয়। নাতনি, স্ত্রীকে নিয়ে কলকাতা ঘুরে দেখেন।
![]()

More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল