October 6, 2025

রবীন্দ্রজয়ন্তীতেও অর্ডার দিলে খাবার পৌচ্ছে দেবে রাজ্য পঞ্চায়েত দফতরের অধীনস্থ সংস্থা

সোমালিয়া সংবাদ, কলকাতা: ভোজন রসিক বাঙালী। তাই বাড়িতে খাবার পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। বাঙালির যে কোনও উৎসবে রাজ্য পঞ্চায়েত দফতরের উদ্যোগে স্পেশ্যাল মেনুর আয়োজন করা হচ্ছে। রবীন্দ্রজয়ন্তীতেও রাজ্য পঞ্চায়েত দপ্তর খাবার পৌঁছে দিতে ব্যবস্থা গ্রহন করেছে। জানা গিয়েছে, রাজ্য পঞ্চায়েত দফতরের অধীনস্থ কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্ডার পেলেই বাড়িতে খাবার পৌঁছে দেবে। আগামীকাল ঘরে বসে পেয়ে যাবেন রবীন্দ্রজয়ন্তীর সুস্বাদু খাবার। ফ্রি হোম ডেলিভারি মারফত মিলবে। মাত্র ৫২৫ টাকা খরচ করলেই মিলবে সুস্বাদু এই দুপুরের আহার। দুর্গাপুজোর ভোগ থেকে দীপাবলি বা ভাইফোঁটার থালি। রথ উৎসবে পুরীর মতোই ভোগের থালি থেকে নববর্ষের দিন কচি পাঁঠার মাংসের ঝোল। সবই বাড়িতে পৌঁছে দিচ্ছে রাজ্য পঞ্চায়েত দফতরের অধীনস্থ কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন। এক্ষেত্রে প্রতিটি লাঞ্চের প্যাকেটের মূল্য রাখা হয়েছে ৫২৫ টাকা। অনলাইনে কিংবা ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। রবীন্দ্রজয়ন্তীতে দুপুরের খাবারের মেনুতে থাকছে সরু চালের ভাত, দুধ শুক্তো, আম দিয়ে মাছের ঝোল (এক পিস), ছানার পোলাও, পাঁঠার মাংস (চার পিস), আমের চাটনি ও ঠাকুরবাড়ির ক্ষীর। কলকাতা পুরসভা এলাকা ছাড়াও, বিধাননগর, বরাহনগর, দক্ষিণ দমদম পুরসভা এলাকায় এই পরিষেবা দেবে সিএডিসি কর্তৃপক্ষ। শনিবার থেকেই অর্ডার দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর চালু করে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বরগুলি হল– ৮১৭০৮৮৭৭৯৪, ৯৭৩৫৯২৯৪১৩ ও ৯১৬৩১২৩৫৫৬। এই নম্বরেই নাকি অর্ডার দিতে পারবে এলাকায় মানুষ।

Loading