October 5, 2025

মালদায় আম গাছ কাটা নিয়ে পরিবেশবিদদের ক্ষোভ

সোমালিয়া সংবাদ, মালদা: মালদা জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক হারে আম গাছ কাটা নিয়ে অসন্তোষ ছড়িয়েছে পরিবেশবিদদের মধ্যে। রীতিমতো বনদপ্তরের অনুমতি পত্র নিয়েই নাকি জেলার বিভিন্ন ব্লকের চলছে আম গাছ কাটার কাজ। বিগত দিনে এত বিপুল পরিমাণ আমগাছ কাটা হয়নি বলেও দাবি করেছেন জেলার পরিবেশবিদরা। আচমকা মালদার ইংরেজবাজার, মানিকচক,  রতুয়া, পুরাতন মালদা, গাজোল সহ একাধিক ব্লকে দেদার আম গাছ কাটার বিষয় নিয়েও এখন মালদার একটি পরিবেশবিদদের সংগঠন মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানোর ভাবনা চিন্তা করছেন। কেন বনদপ্তর এভাবে দেদার আম গাছ কাটার অনুমতিপত্র দিচ্ছে, সে ব্যাপারে সোচ্চার হয়েছেন জেলার পরিবেশবিদদের একটি বড় অংশ।
যদিও এ প্রসঙ্গে মালদার বিভাগীয় বনাধিকারিক সিদ্ধার্থ বি. জানিয়েছেন, সবকিছু খতিয়ে দেখেই সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ অফিসাররা আম গাছ কাটার অনুমতি পত্র দিচ্ছেন। তবে বিকল্প গাছ লাগানোর কথা জমির মালিকদের বলা হচ্ছে। এই বিষয়ে মালদা পরিবেশ রক্ষা কমিটির সম্পাদক মৃত্যুঞ্জয় দাস বলেন, আসলে বিভিন্ন  আমবাগান সাফ করে সেই সব জমির ধরণ পরিবর্তন করা হচ্ছে। তারপর সেগুলি প্লট করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। এর পিছনে বনদপ্তর এবং ভূমি সংস্কার দপ্তরের একাংশের  মদত রয়েছে। আমরা এব্যাপারে জেলা শাসকের কাছে অবিলম্বে ডেপুটেশন দেব। প্রয়োজনে এব্যাপারে বিক্ষোভ, আন্দোলন শুরু করা হবে।

Loading