সোমালিয়া সংবাদ, মধ্যপ্রদেশ: লোডশেডিংয়ের জেরে বদলে গেল কনে। অন্ধকারে বউয়ের বোনকেই বিয়ে করে ফেললেন পাত্র। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। ষসূত্র থেকে জানা গিয়েছে, রমেশলালের দুই মেয়ে, নিকিতা এবং করিশ্মার বিয়ে ছিল। দুই মেয়ের বিয়ে একই দিনে হওয়ার কথা ছিল। সেই মতো এসেছিলেন দুই বড়ও। সেখানেই ঘটে এই অঘটন। বিয়ের সময়ই হঠাৎ লোডশেডিং হয়ে যায়। সেই সময় চলছিল মাল্যদান পর্ব। এক বোনের বর তখন ভুল করে অন্ধকারে নিজের শ্যালিকার গলায় মালা পরিয়ে দেন। তারপরই সমস্যাও দেখা যায় দুই পরিবারের মধ্যে। ফের বিয়ে করতে বলা হয় সমস্যা মেটাতে। বর-কনেকে পরের দিন আবার অনুষ্ঠান করতে বলা হয়। স্থানীয় মানুষের দাবি, দুই বোনের পোশাক এক রকম ছিল এবং ঘোমটা দেওয়া ছিল। তাই বোঝা যায়নি। বিয়ের পণ্ডিত বরকে এই কনের সঙ্গেই পুরো বিয়ে সম্পন্ন করেন। বরেরা যখন তাঁদের কনেদের বাড়িতে নিয়ে যায় সেই সময় গন্ডোগোল চোখে পড়ে। এরপরই হতবাক হয়ে যায় দুই পরিবার। অন্ধকারে কনে পাল্টে যাওয়ায় প্রথমে বরপক্ষ ষড়যন্ত্র বলে মনে করে। কিন্তু কনেদের পরিবারে লোকদের কথা মতো লোডশেডিংয়ের জন্য এই ঘটনা ঘটে। তারপর দুই পরিবারে মধ্যে আলোচনা হয়ে সমস্যার সমাধান হয়।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন