October 5, 2025

কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে টুরিস্ট গাইড সার্টিফিকেট কোর্স

সোমালিয়া সংবাদ, উত্তর ২৪ পরগনা: শিক্ষিত বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের লক্ষ্যে নতুন দিশা নিয়ে এল রাজ্য পর্যটন দপ্তর। পর্যটন শিল্প ও পর্যটকদের কথা মাথায় রেখেই উত্তর ২৪ পরগনা জেলায় শুরু হয়ে গেল টুরিস্ট গাইড সার্টিফিকেট কোর্স। পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন দপ্তরের ঐকান্তিক প্রচেষ্টায় এবং উৎকর্ষ বাংলা বিভাগের সহযোগিতায় ২৮ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে এই কোর্সের পথচলা শুরু হল। উত্তর ২৪ পরগনার জেলা সদর  বারাসাতের ওল্ড ডি আর ডি সি বিল্ডিংয়ে প্রদীপ জ্বালিয়ে  কোর্সের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) ইন্দ্রনীল ভট্টাচার্য। জানা গিয়েছে, ২৪ দিনের এই কোর্সে প্রত্যেক দিন ৮ ঘণ্টা ক্লাস হবে। প্রথম ৪ ঘন্টা টুরিজম ও টুরিস্ট গাইড বিষয়ে পঠন-পাঠন এবং পরবর্তী ৪ ঘন্টা হাতে-কলমে কাজ শেখানো হবে। উত্তর ২৪ পরগনা জেলা তথা রাজ্যে প্রচুর ভ্রমণপিপাসু মানুষ বেড়াতে আসেন। কিন্তু উপযুক্ত টুরিস্ট গাইডের অভাবে তাঁরা ভ্রমণের সম্পূর্ণ স্বাদ আস্বাদন থেকে বঞ্চিত থাকেন। দক্ষ টুরিস্ট গাইড তৈরি হলে এই সমস্যা অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। এই বিষয়ে অতিরিক্ত জেলা শাসক  ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, উত্তর ২৪ পরগনা জেলার টাকি অঞ্চলে সদ্য পাঁচটি হোমস্টের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন পর্যটন স্থান থেকে নতুন হোমস্টে রেজিস্ট্রেশনের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আবেদনপত্র জমা পড়লে রেজিস্ট্রেশনের কাজ শুরু করা হবে। সেইসঙ্গে জেলার বিভিন্ন প্রত্যন্ত জায়গাকে পর্যটনের মানচিত্রে স্থান দেওয়ার কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে গাইডদের চাহিদা বাড়বে বলেও আশ্বস্ত করেন তিনি।

Loading