October 5, 2025

জুতো পড়ে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল‍্যদান, ভাইরাল তৃণমূল নেতার ছবি

সোমালিয়া সংবাদ, তারকেশ্বর: কবিগুরু রবীন্দ্রনাথের এবারের জন্মদিন পালনকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না তৃণমূলের। তৃণমূল নেতাদের একের পর এক কাণ্ড সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে দাঁড়িয়েছে। কেউ হাসির খোরাক হচ্ছেন, কেউ হয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দু। রবীন্দ্রজয়ন্তীকে ঘিরে রীতিমতো আলোড়ন সোশ্যাল মিডিয়ায়। আগেই ভাতারের তৃণমূল বিধায়কের নোবেল চুরি নিয়ে মন্তব্যে বিতর্ক দেখা দিয়েছে। এখনও তা নয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ,
তর্কাতর্কি। এবারের বিতর্ক জুতো পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান নিয়ে। এক তৃণমূল নেতা নাকি কবিগুরুকে মাল্যদান করার সময় জুতো পরে মাল্যদান করেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় আরামবাগ সাংগঠনিক জেলায়। এই ঘটনায় বিজেপির কটাক্ষ তৃণমূলের এটাই কালচার। যদিও ফটো এডিট করে তাঁকে এবং দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিজেপি, মন্তব্য তারকেশ্বরের চাঁপাডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতা শেখ মফিজুল রহমানের। জানা গেছে, সোমবার তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকার একটি দলীয় কার্যালয়ের সামনে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেই অনুষ্ঠানে নাকি জুতো পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করছেন ওই তৃণমুল নেতা। এরকমই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও তৃণমূল নেতা শেখ মফিজুল রহমানের দাবি, তাঁরা দলীয়ভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। কিন্তু যে ছবি ভাইরাল হয়েছে সেটি এডিট করা হয়েছে। তাঁর অভিযোগ, বিজেপি তাঁকে এবং দলকে কালিমালিপ্ত করার জন্য ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে।
যদিও বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি অরিন্দম পাল বলেন, এটা বিজেপির কালচার নয়। তৃণমূলের কালচার বাংলা এবং দেশের মনীষীদের অপমান করা। বিজেপি এই ছবি ভাইরাল করেনি। তৃণমূলের এখন বহু গোষ্ঠী। তৃণমূলেরই আর এক গোষ্ঠী এই ছবি ভাইরাল করেছে।

Loading