October 5, 2025

মৃত্যুর কয়েক বছর পরেও সমান জনপ্রিয় হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর

সোমালিয়া ওয়েব নিউজ: মৃত্যুর কয়েক বছর পরেও সমান জনপ্রিয় অভিনেত্রী। এখনও তাঁর ছবি নিলামে ওঠে কয়েক কোটি টাকা। এই রকমই ঘটনা ঘটলো আমেরিকায়। আমেরিকান তারকা মেরিলিন মনরোর একটি আইকনিক প্রতিকৃতি ক্রিস্টি’স-এ ১৯৫ মিলিয়ন ডলারে উঠেছিল। এটি একবিংশ শতকের সর্বজনীন নিলামে বিক্রি হওয়া সবচেয়ে ব্যয়বহুল শিল্পকর্ম বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। গ্ল্যামারাস হলিউড তারকার এই ছবি কয়েক কোটি টাকা তথা আমেরিকান ডলারে বিক্রির ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে যায় বিশ্বজুড়ে। এই বিষয়ে ক্রিস্টির মত, বিক্রির আগে ছবিটির মূল্য প্রায় ২০০ মিলিয়ন ডলার ছিল। ২০১৫ সালে পাবলো পিকাসোর “ওমেন অফ আলজিয়ার্স” ১৭৯.৪ মিলিয়ন ডলারে বিক্রি হওয়ার পর এটিই একুশ শতকের সবচেয়ে দামি শিল্পকর্ম৷ সূত্র থেকে জানা গিয়েছে, ক্রিস্টিসের ৪০-ইঞ্চি বাই ৪০-ইঞ্চি প্রতিকৃতিটি বর্তমানের সবচেয়ে বিরল এবং সবচেয়ে অসামান্য চিত্রগুলির মধ্যে একটি হিসাবে বর্ণনা করা হয়েছে। শিল্পীর হাতের ছোঁয়ায় হলিউড অভিনেত্রীর ছবি যেন জীবন্ত হয়ে উঠেছে। বিশ্বের গ্ল্যামার জগতে চাহিদাও বাড়ে হু হু করে। ১৯৫ মিলিয়ন ডলারে বিক্রি হয় মনরোর ছবি। সবমিলিয়ে এই অভিনেত্রীর মৃত্যুর পরেও জনপ্রিয়তা যে এতটুকু কমেনি তা বোঝা গেল তার ছবি নিলাম দেখে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।

Loading