সোমালিয়া ওয়েব নিউজ: ছোট প্রাণী হলেও তার উৎপাতে অস্থির পৃথিবীর উন্নত দেশ আমেরিকা। সূত্র থেকে জানা গিয়েছে, আমেরিকার নিউইয়র্কে ইঁদুরের উৎপাতে অস্থির সেখানকার নাগরিকরা। এপ্রিল মাসে নাকি নিউইয়র্কে প্রায় ৭ হাজার ৪০০ ইঁদুর দেখা গেছে। ওখানকার সাধারণ মানুষ ইঁদুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ৩১১ নম্বরে ফোন করছে। ২০২১ সালের এপ্রিল মাসে এই সংখ্যাটা ছিল ৬ হাজার ১৫০। ২০১৯ সালে মোটামুটিভাবে প্রথম চার মাসের তুলনায় এপ্রিলে ইঁদুরের দেখা ৬০ শতাংশের বেশি বেড়েছে। ২০২২ সালের প্রথম চার মাসে ইঁদুর দেখতে পাওয়ার সংখ্যা ২০১০ সালের পর থেকে সর্বোচ্চ। সেই বছর থেকে ইঁদুরের সংখ্যা অনলাইনে রেকর্ড করা শুরু হয়। ২০১০ সালের গোটা বছর মিলিয়ে মোট ১০ হাজার ৫০০ ইঁদুরের পরিসংখ্যান মেলে। সেখানে ২০২১ সালে সেই সংখ্যা দাঁড়ায় ২৫ হাজারে। তবে ইঁদুরের সমস্যা নিউইয়র্ক সিটিতে নতুন নয়। কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে এই বিপদ মোকাবিলা করার জন্য একটি ভাল উপায় খুঁজে বের করার চেষ্টা করেছে, কিন্তু খুব বেশি সাফল্য পায়নি। মনে করা হয়, অষ্টাদশ শতক থেকে নিউ ইয়র্কে ইঁদুরের রাজত্ব চলছে।সবমিলিয়ে ইঁদুরের উৎপাত থেকে বাঁচতে প্রশাসনের দ্বারস্থ নিউইয়র্কবাসী।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন