সোমালিয়া ওয়েব নিউজ: কথায় আছে সমুদ্র কোন কিছু গ্রহণ করে না, সমস্ত কিছু জিনিসই ফিরিয়ে দেয়। আর তেমনই এক অদ্ভুত ঘটনা ঘটলো অন্ধপ্রদেশের শ্রীকাকুলাম জেলার সুন্নাপল্লী উপকূলে। অশনির জেরে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে একটি সোনার রথের সন্ধান মিলেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ের মধ্যে একটা জিনিস বয়ে আসছিল। যা দেখে সকলে হতবাক হয়ে যান। বেশ কিছুটা কাছে আসতেই দেখা যায় এটা একটা সোনার রঙের রথ। সোনার রঙের পরত দেখে সকলে হতবাক হয়ে যান। কিন্তু এই সোনার বরণ রথ কোথা থেকে কীভাবে এখানে? প্রাথমিক অনুমান, রথটি মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা থাইল্যান্ড থেকে ভেসে এখানে পৌঁছেছে বলা হচ্ছে। উল্লেখ্য, সাইক্লোনের কারণে প্রথমে দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়। তাই মনে করা হচ্ছে আন্দামান সাগরের কাছের দেশ থেকে এসেছে।

সাইক্লোন অশনির প্রভাব ভয়ঙ্কর হয়েছে সমুদ্রের মধ্যে। তবে কেউ কেউ আবার বলছেন অন্য কোনও দূরের দেশ থেকে এই রথ ভেসে আসেনি। ওই এলাকার এসআই নৌপদ জানান, এই রথটি হয়তো অন্য কোনো দেশ থেকে এসেছে। আমরা গোয়েন্দা ও ঊর্ধ্বতন আধিকারিকদের জানিয়েছি। এই রথে সোনার একটি পাত বসানো আছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তার ভিডিও। ভিডিওতে দেখা যায়, রথটি সমুদ্রের ঢেউয়ের মধ্যে ভেসে তীরের কাছাকাছি পৌঁছে যায়। তা দেখে স্থানীয় লোকজন তাকে সাগর থেকে বের করে। স্থানীয় লোকজন রথটিকে দড়ি দিয়ে বেঁধে তীরে নিয়ে যান। স্থানীয় পুলিশের তরফে ইনটেলিজেন্স ডিপার্টমেন্টকে পুরো বিষয়টি অবগত করা হয়েছে। তবে যে দেশ থেকেই রথটি ভেসে আসুক না কেন তা নিয়ে শুধু অন্ধপ্রদেশ নয়, সারা দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে।s
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন