October 5, 2025

জলের উপর তৈরি হচ্ছে ভাসমান শহর চরম কৌতূহলে তাকিয়ে আছেন বিশ্ববাসী

সোমালিয়া ওয়েব নিউজ: আবারও আশ্চর্যজনক জিনিস প্রত্যক্ষ করবে বিশ্ববাসী। এবার জলের উপর ভাসমান শহর তৈরি হচ্ছে। বিশ্বরের প্রথম ভাসমান শহর দেখতে কৌতূহলের শেষ নেই। শহর কি না ভাসবে জলের উপর। তা নিয়ে জল্পনার শেষ নেই। তবে জলের উপর ভাসমান অবস্থাতেই তৈরি করা হচ্ছে শহর।
অবাক লাগলেও একেবারে সত্যি। দক্ষিণ কোরিয়ার বুসানে এই শহর নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। এই প্রোজেক্টের নাম রাখা হয়েছে ওশিয়ানিক্স। ২০২৫ সাল নাগাদ এই শহর বাসযোগ্য হয়ে উঠবে। সূত্র থেকে জানা গিয়েছে, এই শহর নির্মাণে খরচ হবে ২০০ মিলিয়ন ডলার। ১৫.৫ একর ক্ষেত্রফল হবে এই শহরের। ১২ হাজার মানুষ এই শহরে বাস করতে পারবেন বলে জানা গিয়েছে। তবে এই ভাসমান শহরে বিল্ডিং-এর উচ্চতা কম হবে। সাত তলার থেকে বেশি উঁচু বিল্ডিং নির্মাণ হবে না। কারণ বেশি উঁচু বিল্ডিং-এ হাওয়ার জন্য সমস্যা হতে পারে। শহরের সব কিছু নির্মাণ হবে চুনাপাথর দিয়ে। ভবিষ্যতে এই শহরে এক লাখ লোক বাস করতে পারবে বলে জানা যাচ্ছে। শহর নির্মাণের কাজ শুরু হতেই বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা তা দেখতে যাচ্ছেন। পাশাপাশি কোরিয়াবাসীও এই শহরের নির্মাণে মুগ্ধ।

Loading